Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Monday, July 8, 2013

বন্যাকবলিত উত্তরবঙ্গ

বন্যাকবলিত উত্তরবঙ্গ

বন্যাকবলিত উত্তরবঙ্গ
পাড় ভেঙে কৃষিজমি ভাসিয়েছে জলঢাকা নদী
আলিপুরদুয়ার: গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে৷ শুধুমাত্র আলিপুরদুয়ার শহরেই জলবন্দি প্রায় ৫০ হাজার মানুষ৷ গোটা মহকুমায় দু'লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ কোচবিহারে বন্যাকবলিত প্রায় হাজার চারেক মানুষ৷ ভিড় বাড়ছে ত্রাণ শিবিরগুলিতে৷ 

শনিবার রাত সাড়ে এগারোটা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় আলিপুরদুয়ার ও কোচবিহারে৷ জল জমে যায় আলিপুরদুয়ার শহর-সহ মহকুমার একাধিক এলাকায়৷ নদীর জল উপচে প্লাবিত হয়েছে তুফানগঞ্জ মহকুমার একাধিক গ্রাম৷ নদীর জল ঢুকতে শুরু করেছে তুফানগঞ্জ ১ ব্লকের নাটাবাড়ি ১ ও ২, চিলাখানা ১ ও ২, বালাভূত, নাককাটিগছ-সহ বিস্তীর্ণ এলাকায়৷

আলিপুরদুয়ার শহরে জমে থাকা জল কালজানি নদীতে ফেলতে ৯টি পাম্পসেট ব্যবহৃত হয়েছে৷ কিন্ত্ত তাতেও সমস্যা দেখা দিয়েছে৷ কারণ কালজানির জলস্তরও বেড়ে যাওয়ায়, স্লুইস গেট লক হয়ে গিয়েছে৷ ফলে জল জমে রয়েছে নানা জায়গায়৷ বাসস্ট্যান্ডে জল জমে যাওয়ায়, এ দিন বাস চলেনি৷ দোকান-বাজারও বন্ধ ছিল৷ আলিপুরদুয়ার ও তুফানগঞ্জে এখন ভরসা শুধু নৌকা৷ আলিপুরদুয়ার ১ ব্লকের বনচুকামারি, জিতপুর এলাকা, আলিপুরদুয়ার ২ ও কুমারগ্রাম ব্লকের একাধিক গ্রামও প্লাবিত হয়৷ এই তিনটি ব্লকের প্রায় ৫০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে৷ উদ্ধারকাজের জন্য ফালাকাটা থেকে ৫টি নৌকা ও একটি স্পিডবোট আনা হয়েছে৷

আলিপুরদুয়ার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণা দে বলেন, 'শনিবারের মতো আজ রাতেও যদি বৃষ্টি হয়, তাহলে আমাদের বাড়ি ছাড়তে হবে৷'

জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র বলেন, 'ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার মহকুমার সব ক'টি নদীতেই জলস্তর বেড়ে গিয়েছে৷ বন্যাকবলিত বিস্তীর্ণ অঞ্চল৷ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আলিপুরদুয়ার ১ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত৷ জলবন্দি এলাকাগুলোতে শুকনো খাবার বিলি করা হয়েছে৷ বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে৷ ত্রাণশিবিরে ঠাঁই পাওয়া মানুষদের জন্য খাবার ব্যবস্থা করছে প্রশাসন৷'

আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, 'কালজানির জলস্তর কমলে, শহরে জমে থাকা জল পুরোপুরি বের হবে৷ ত্রিপল ও শুকনো খাবার বিলি করা হচ্ছে৷' তুফানগঞ্জ মহকুমাশাসকের তরফে জানানো হয়েছে, তুফানগঞ্জ ব্লকের বন্যার জল ঢুকে প্রায় ১৫টি বাড়ি ভেঙেছে৷ জেলাশাসক মোহন গান্ধি বলেন, 'পরিস্থিতির দিকে প্রশাসনের নজর আছে৷ পর্যাপ্ত ত্রাণ রয়েছে৷'

উত্তরবঙ্গ কেন্দ্রীয় জল কমিশন সূত্রে খবর, তিস্তা ও তোর্সা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সংকেত ও সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি হয়েছে৷ জলপাইগুড়ি ও কোচবিহার জেলার অন্যান্য নদীগুলিতেও হলুদ সংকেত জারি হয়েছে৷ এর মধ্যে রয়েছে সংকোশ, রায়ডাক ১ ও ২, কালজানি, মুজনাই, বসরা নদী৷ ভুটান পাহাড়ে ভারী বৃষ্টিপাতের ফলে এই নদীগুলির জলস্তর অনেকটাই বেড়েছে৷

No comments: