30,000 करोड़ रुपये की कंपनी के चेयरमैन राम प्रसाद गोयनका का निधन
রমাপ্রসাদ গোয়েঙ্কা ছিলেন আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ ও আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান এমেরিটাস৷
১৮২০ সালে রাজস্থান থেকে ব্যবসা করার জন্য কলকাতায় এসে বসবাস শুরু করেন রামদত্ত গোয়েঙ্কা৷ ১৯৩০ সালের ১ মার্চ এই পরিবারেই রমাপ্রসাদের জন্ম৷ বাবা কেশবপ্রসাদ ও রুক্মিনী দেবী৷ তত্কালীন প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি করার পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম করেন আরপি৷ ফিরে এসে পারিবারিক ব্যবসায় যোগ দেন৷ ১৯৭৯ সালে আরপিজি গ্রুপ প্রতিষ্ঠা করেন৷ ফিলিপস কার্বন ব্ল্যাক, এশিয়ান কেবলস, আগরপাড়া জুট মিল ও মার্ফি ইন্ডিয়া ছিল তাঁর অধীন৷ এই সংস্থাগুলোর মিলিত ব্যবসার পরিমাণ ছিল ১০০ কোটি টাকা৷ পরে সম্প্রসারণে নজর দেন৷ টায়ার ও টিউব কোম্পানি সিইএটি, বিদ্যুত্ বণ্টন সংস্থা সিইএসসি, যন্ত্রাংশ উত্পাদন সংস্থা কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড, লজিস্টিক সাপোর্ট সংস্থা এমআইসিএল, রিটেল চেন স্পেনসার্স, মিউজিক কোম্পানি সারেগামা, সার ও ওষুধ তৈরির সংস্থা আরপিজি লাইফ সায়েন্স প্রভৃতি তাঁর সংস্থার অধীনে চলে আসে৷ ১৯৯০ সালে সংস্থার চেয়ারম্যান পদে পদের দায়িত্ব পান হর্ষবর্ধন গোয়েঙ্কা ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পান সঞ্জীব গোয়েঙ্কা৷ ২০১১ সালে তাঁর সাম্রাজ্য দুই ছেলে হর্ষবর্ধন ও সঞ্জীবের মধ্যে ভাগ হয়ে যায়৷ হর্ষবধনের অধীনে ১৬ হাজার কোটি ও সঞ্জীবের অধীনে ১৪ হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে৷ বর্তমানে সম্মিলিত ব্যবসার পরিমাণ ৩০ হাজার কোটি টাকা৷
বণিকসভা ফিকির প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন গোয়েঙ্কা৷ তিনি কনেফডারেশন অফ এশিয়া-প্যাসিফিক চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরও প্রেসিডেন্ট ছিলেন৷ আইআইটি-খড়গপুরের বোর্ড অফ গভর্নরের চেয়ারম্যানও ছিলেন৷ তিনি জওহরলাল নেহরু মেমোরিয়াল ফান্ড, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট ও রাজীব গান্ধী ফাউন্ডেশনের ট্রাস্টি ছিলেন৷
শিল্পে অবদানের জন্য জাপানের রাজার থেকে 'দি অর্ডার অফ দি স্যাক্রেড ট্রেজার গোল্ড অ্যান্ড সিলভার স্টার' সম্মান পেয়েছিলেন৷ আইআইটি-খড়গপুর থেকে সাম্মানিক ডক্টরেট (অনারিস ডি কসা) ও আইআইএসডব্লুবিএম থেকে ডিস্টিঙ্গুইশ ম্যানেজমেন্ট ফেলোশিপ অ্যাওয়ার্ড পান৷ তিনি প্রথম ইটি কর্পোরেট বেঙ্গল অ্যাওয়ার্ডও পান৷
রবিবার গোয়েঙ্কার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যপাল এমকে নারায়ণন৷ গোয়েঙ্কাকে 'বাংলার সত্যিকারের সেরা শিল্পপতিদের একজন' বলে বর্ণনা করে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এ দিন গোয়েঙ্কা নিবাসে গিয়ে মৃত রমাপ্রসাদকে সম্মান এবং শোকতন্ত পরিবারকে স্বান্তনা জানিয়ে আসেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চোপাধ্যায়৷ পার্থবাবু কেওড়াতলা মহাশশ্মানে রমাপ্রসাদবাবুর শেষকৃত্যেও যোগ দেন৷
বণিকসভা সিআইআইয়ের প্রেসিডেন্ট ও ইনফোসিসের এগজিকিউটিভ কো-চেয়ারম্যান ক্রিশ গোপালকৃষ্ণন বলেন, 'একজন বড় মাপের শিল্পপতি আমাদের ছেড়ে গেলেন৷ দেশ হারাল একজন উজ্জ্বল নক্ষত্রকে৷' বণিকসভা ফিকির প্রেসিডেন্ট নয়নালাল কিদোয়াই বলেন, 'গোয়েঙ্কা ফিকির প্রেসিডেন্ট থাকার সময় আন্তর্জাতিক অর্থনীতির উন্নতিতে কাজ করেছেন৷ কনেফডারেশন অফ এশিয়া-প্যাসিফিক চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট থাকার সময় অন্য দেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীরতর করার কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন৷' রমাপ্রসাদ গোয়েঙ্কার ভাই ও ডানকান গোয়েঙ্কা গ্রুপের জিপি গোয়েঙ্কা বলেন, 'আজ শোকের দিন, অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই৷' ডানকান গ্রুপ ভেঙেই আরপিজি এন্টারপ্রাইজ ও ডানকান গোয়েঙ্কা গ্রুপ তৈরি হয়েছিল৷
Success had no benchmark for takeover king
Rama Prasad Goenka was a parliamentarian and past president of FICCI
KOLKATA: Rama Prasad Goenka, chairman emeritus of RPG Enterprises and India's takeover king, passed away peacefully on Sunday after bouts of illnesses patiently borne.
He leaves behind his wife Sushila and sons Harsh Vardhan and Sanjiv. He was 83.
His family was by his side when the end came at the Goenka Niwas here.
A former member of the Rajya Sabha and past president of FICCI, Mr. Goenka was born on March 1, 1930 into one of the city's oldest business families which had migrated from a small town in Rajasthan in 1820 to Kolkata to engage in commerce with the British East India Company.
By the 1900s the Goenkas established themselves in diverse business sectors such as banking, textile, jute and tea.
Rama Prasad's father Keshav Prasad carried the entrepreneurship spirit forward, making successful acquisitions in various fields, passing on his business empires to his three sons Rama Prasad, Jagdish Prasad and Gauri Prasad.
Mr. Rama Prasad Goenka graduated in Arts from the Presidency College and took an advanced management academic programme at Harvard University.
However, it was not before 1979 that the seeds of RPG Enterprises were sown with Philips Carbon Black (which was set up by the family earlier), Asian Cables, Agarpara Jute and Murphy India. The consolidated annual turnover of these companies then was Rs. 105 crore.
Then he embarked on a journey of corporate acquisitions, taking over almost one company every second year. Between 1980 (when Ceat was acquired) and 1992, RPG Enterprises brought 11 companies under its fold.
The list included KEC, Gramophone Company of India, Spencers and CESC. By 1988, the foundation of a business empire had been cemented. The combined turnover of all the businesses stood at around Rs. 10,000 crore then.
By 1990, RPG (as he was popularly known) started indicating to his sons his desire to retire from active corporate life. He asked his sons to take up the reins, remaining as Chairman Emeritus and as a family patriarch.
Mr. Rama Prasad Goenka would later say in jest: "I have now reached that stage where my sons do not allow me to touch their business."
But keen to save the family from possible sibling rivalry, he offered advice how the brothers could carve out the businesses.
Elder son Mr. Harsh Vardhan, who was the chairman, got to keep the group logo, while his junior Mr. Sanjiv became vice-chairman, carving out in 2011 a new identity RP Sanjiv Goenka. Rama Prasad continued to live in the family residence at the city's posh Alipore area with Sanjiv and his family.
However, it is not as if the journey was always smooth for the man who acquired companies with élan before mergers and acquisitions had entered business lexicon.
His acquisition of Dunlop together with Manohar Ram Chhabria, whom he termed his son, ran into choppy waters just four years after the 'tie-up' in 1984. The reasons did not become public as RPG maintained a dignified silence on the matter saying not all deals work out.
On another deal and a more famous one that did not work out, RPG broke his silence many years later. While delivering a talk in Kolkata in July 2008, the normally reticent man was caught in an emotional mood when he talked about the regrets in his life. He referred to the deal signed with the senior Wadia on buying out Bombay Dyeing. "I had signed an agreement and it is still in the safe custody of the solicitor firm in Mumbai. It was a master-failure story and it brings me to tears even now," he said with a tinge of sadness in his voice.
To Mr. Rama Prasad Goenka, success had no benchmark as one has to keep going on and on till someone says 'enough is enough and now you can relax'. There were no free lunches either. "To get something, you have to lose something ... if you want business success then your family life gets disturbed," he once said. Retirement made him sad at first but later he felt happy to see his two sons prospering.
PTI reports: President's condolence
In a condolence message to Mr. Goenka's wife Sushila, President Pranab Mukherjee said the nation had lost a leading industrialist and distinguished personality.
Mr. Mukherjee said he knew 'Rama Babu' for many years. "As a Member of Parliament (Rajya Sabha), he made valuable contributions to the deliberations of the House. In his death, the nation has lost a leading industrialist and a distinguished personality and I have lost a personal friend," he said.
R. P. Goenka
Rama Prasad Goebbka | |
---|---|
Born | 1 March 1930 Kolkata, West Bengal, India |
Died | 14 April 2013 (aged 83) Kolkata, West Bengal, India |
Alma mater | |
Occupation | Industrialist, Founder, Chairman Emeritus RPG Group |
Children |
Rama Prasad Goenka (1 March 1930 – 14 April 2013) was the Founder and Chairman Emeritus of the RPG Group, a multi-sector Indian industrial conglomerate. Born in 1930, he was the eldest son of Keshav Prasad Goenka and grandson of Sir Badri Prasad Goenka, the first Indian to be appointed Chairman of the Imperial Bank of India (now theState Bank of India). His two younger brothers were Jagdish Prasad and Gouri Prasad. On Keshav Prasad Goenka's death, his businesses were split between the three brothers. Rama Prasad Goenka (better known as RP Goenka), established RPG Enterprises in 1979.[1]
He attended Presidency College in his home town of Kolkata and Harvard University in theUnited States. He was an M.P. in the Rajya Sabha, or upper house, of the Indian Parliament. Goenka was the Chairman of the Board of Governors of International Management Institute[2] and a trustee of the Jawaharlal Nehru Memorial Fund, the Indira Gandhi Memorial Trust and the Rajiv Gandhi Foundation. He was a former president of the FICCI and the immediate past Chairman of the Board of Governors of the Indian Institute of Technology in Kharagpur. Goenka was twice awarded the Order of the Sacred Treasureby the Emperor of Japan.[3]
Through a series of mergers and acquisitions including the likes of Dunlop India and CESC in 1980, CEAT Tyres in 1982, RPG Life Sciences (then Searle India) and KEC International in 1985, the Gramophone Co. of India (now Saregama) in 1986, Spencers and Harrisons Malayalam in 1988, Bayer India and many more, R. P. Goenka came to be known as the 'takeover king' in his heydays.
Goenka died on 14 April 2013 in Kolkata.[4] He had two sons, elder Harshvardhan and younger Sanjiv.
No comments:
Post a Comment