নয়াদিল্লি: খুব শীঘ্রই এলপিজি সিলিন্ডারে ভর্তুকির টাকা প্রতিটি গ্রাহক পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবে সরকার৷ বদলে, পরিবারগুলিকে সিলিন্ডার কিনতে হবে বাজার থেকে বাজার দরেই৷
এই ব্যবস্থা চালু করার জন্য ব্যাঙ্কগুলিকে প্রস্ত্তত হতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদম্বরম৷ দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, 'সারা দেশে এলপিজির ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা চালুর জন্য আমি ব্যাঙ্কগুলিকে প্রস্ত্তত হতে বলেছি৷ ব্যাঙ্কগুলি জানিয়েছে, তারাও প্রস্ত্তত৷'
বছরে ভর্তুকি বাবদ প্রতি গ্রাহক পরিবারকে মোটামুটি ৪,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷ এ মাসের গোড়ায় ভর্তুকি ছাড়া প্রতি সিলিন্ডারের দাম কমেছে ৬.৫০ টাকা৷ বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের ভর্তুকি ছাড়া দাম ৯২৬.৫০ টাকা এবং ভর্তুকি সহ দাম ৪১২.৫০ টাকা৷ এলপিজির দাম কমার ফলে ভর্তুকির সিলিন্ডার বিক্রি করে বিপনি সংস্থাগুলোর সিলিন্ডারপ্রতি ক্ষতি ৪৩৯ টাকা থেকে কমে ৪৩৪.৫০ টাকা হয়েছে৷
দেশে মোটামুটি ১৪ কোটি গ্রাহক রয়েছেন৷ প্রতি পরিবারকে বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দিতে সরকারকে মোটামুটি হাজার চারেক টাকা করে দিতে হয়৷ এবার ওই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷ প্রতিটি পরিবারকে এবার বাজার দরেই, অর্থাত্ ৯২৬.৫০ টাকায় সিলিন্ডার কিনতে হবে৷ যার অর্থ, সিলিন্ডার প্রতি অতিরিক্ত ৫১৪ টাকা দিতে হবে৷ বদলে, ভর্তুকি বাবদ সরকারের কাছ থেকে ব্যাঙ্কে আসবে ৪,০০০ টাকা৷ বছরে ৯টি সিলিন্ডার কিনতে হলে, সিলিন্ডার পিছু অতিরিক্ত প্রায় ৮০ টাকা করে দিতে হবে গৃহস্থকে ভর্তুকির টাকা পেলেও৷ অর্থাত্, যে পরিবার বছরে যত কম সিলিন্ডার কিনবেন, তাদের তত কম টাকা পকেট থেকে অতিরিক্ত দিতে হবে৷
এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) স্কিম চালু হবে ২০টি জেলায় ১৫ মের মধ্যে৷ দ্বিতীয় দফায় ৭৮টি জেলায় ডিবিটি চালু হবে জুলাই মাস থেকে৷ যে সমস্ত জায়গায় গ্রাহকদের সরাসরি নগদ ভর্তুকি দেওয়া হবে সেখানে গ্রাহকদেরই নিজেদের ব্যাঙ্কে গিয়ে আধার নম্বর জমা দিতে হবে৷ ব্যাঙ্কগুলি তখন ওই আধার নম্বর গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেবে৷
এই ব্যবস্থা চালু করার জন্য ব্যাঙ্কগুলিকে প্রস্ত্তত হতে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদম্বরম৷ দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, 'সারা দেশে এলপিজির ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা চালুর জন্য আমি ব্যাঙ্কগুলিকে প্রস্ত্তত হতে বলেছি৷ ব্যাঙ্কগুলি জানিয়েছে, তারাও প্রস্ত্তত৷'
বছরে ভর্তুকি বাবদ প্রতি গ্রাহক পরিবারকে মোটামুটি ৪,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷ এ মাসের গোড়ায় ভর্তুকি ছাড়া প্রতি সিলিন্ডারের দাম কমেছে ৬.৫০ টাকা৷ বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের ভর্তুকি ছাড়া দাম ৯২৬.৫০ টাকা এবং ভর্তুকি সহ দাম ৪১২.৫০ টাকা৷ এলপিজির দাম কমার ফলে ভর্তুকির সিলিন্ডার বিক্রি করে বিপনি সংস্থাগুলোর সিলিন্ডারপ্রতি ক্ষতি ৪৩৯ টাকা থেকে কমে ৪৩৪.৫০ টাকা হয়েছে৷
দেশে মোটামুটি ১৪ কোটি গ্রাহক রয়েছেন৷ প্রতি পরিবারকে বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দিতে সরকারকে মোটামুটি হাজার চারেক টাকা করে দিতে হয়৷ এবার ওই টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে সরকার৷ প্রতিটি পরিবারকে এবার বাজার দরেই, অর্থাত্ ৯২৬.৫০ টাকায় সিলিন্ডার কিনতে হবে৷ যার অর্থ, সিলিন্ডার প্রতি অতিরিক্ত ৫১৪ টাকা দিতে হবে৷ বদলে, ভর্তুকি বাবদ সরকারের কাছ থেকে ব্যাঙ্কে আসবে ৪,০০০ টাকা৷ বছরে ৯টি সিলিন্ডার কিনতে হলে, সিলিন্ডার পিছু অতিরিক্ত প্রায় ৮০ টাকা করে দিতে হবে গৃহস্থকে ভর্তুকির টাকা পেলেও৷ অর্থাত্, যে পরিবার বছরে যত কম সিলিন্ডার কিনবেন, তাদের তত কম টাকা পকেট থেকে অতিরিক্ত দিতে হবে৷
এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) স্কিম চালু হবে ২০টি জেলায় ১৫ মের মধ্যে৷ দ্বিতীয় দফায় ৭৮টি জেলায় ডিবিটি চালু হবে জুলাই মাস থেকে৷ যে সমস্ত জায়গায় গ্রাহকদের সরাসরি নগদ ভর্তুকি দেওয়া হবে সেখানে গ্রাহকদেরই নিজেদের ব্যাঙ্কে গিয়ে আধার নম্বর জমা দিতে হবে৷ ব্যাঙ্কগুলি তখন ওই আধার নম্বর গ্রাহকদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে দেবে৷
No comments:
Post a Comment