এই সময়: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের হামলা থেকে শিক্ষা নিয়ে কলেজ স্ট্রিটে মিটিং-মিছিল নিষিদ্ধ করার দাবি তুলতে চলেছে প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ৷ এই প্রস্তাব কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবে তারা৷ এ জন্য আজ বুধবার বৈঠকে বসছে সংসদের এগজিকিউটিভ কাউন্সিল৷ তবে বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যই বিরোধিতা করেছে এই সম্ভাব্য আবেদনের৷
প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ সূত্রে জানানো হয়েছে, কলেজ স্ট্রিটে শুধু প্রেসিডেন্সিই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও একাধিক স্কুল ও কলেজ রয়েছে৷ যেমন প্রেসিডেন্সি ক্যাম্পাস লাগোয়া হেয়ার স্কুল৷ হেয়ারের উল্টো দিকেই রয়েছে হিন্দু স্কুল৷ আবার প্রেসিডেন্সির উল্টো দিকে কফি হাউস পেরিয়ে একটু গেলেই ডান দিকে সংস্কত কলেজ এবং ভগবতী দেবী বিদ্যালয়৷ উমেশচন্দ্র কলেজ এবং সূরজমল জালান মহিলা মহাবিদ্যালয়ও ওই পাড়াতেই৷ প্রাক্তনীরা জানাচ্ছেন, সচরাচর দেখা যায়, কলেজ স্কোয়্যারে বিদ্যাসাগর মূর্তির তলায় সমবেত হয়ে রাজনৈতিক দলের মিছিল প্রেসিডেন্সির সামনে দিয়ে মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ের দিকে যায়৷ বা মেডিক্যাল কলেজ পেরিয়ে ওয়েলিংটন হয়ে ধর্মতলা পর্যন্ত যায়৷ এতে ওই অঞ্চলে যানজটের সৃষ্টি হয়৷ রাজনৈতিক সভা-সমিতি বা মিছিলের জেরে গণ্ডগোল সৃষ্টি হলে সমস্যায় পড়ে এলাকার স্কুল-কলেজের পড়ুয়ারা৷ বইপাড়াও পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য৷ এখানে শুধু কলকাতাবাসীই নন, রাজ্যের নানা এলাকার মানুষ আসেন বই কেনাবেচা করতে৷ গণ্ডগোল হলেও তাঁরাও সমস্যায় পড়েন৷ এসব কথা মাথায় রেখে এবং ১০ এপ্রিল প্রেসিডেন্সিতে বেকার ল্যাবের ভাঙচুরের ঘটনার জেরে কলেজ স্ট্রিটকে রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত করতে চায় প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ৷
সংগঠন সূত্রে জানা গিয়েছে, আজ বৈঠকটি সংসদের নিয়মিত আলোচনার জন্য ডাকা হয়নি৷ জরুরি অবস্থার মোকাবিলা করতেই ডাকা হয়েছে৷ থাকবেন শুধু এগজিকিউটিভ কাউন্সিলের সদস্যরা আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার৷ প্রাক্তনীরা জানিয়েছেন, উপাচার্যের পাশে কী ভাবে থাকবে প্রাক্তনী সংসদ, সে বিষয়েও আলোচনা করা হবে৷ আলোচনা হবে, প্রেসিডেন্সির এই অবস্থা বিষয়টি নিয়ে উচ্চ শিক্ষা সংসদের চেয়ারপার্সন সুগত মারজিত্ কাছে যাওয়া হবে কি না৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সংসদের একজন সদস্য৷
প্রাক্তনী সংসদের সম্পাদক বিভাস চৌধুরী জানিয়েছেন, 'সকলের কাছ থেকে সুচিন্তিত মতামত গ্রহণ করার জন্যই আমরা আলোচনাসভার আয়োজন করছি৷' সংসদের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত মিত্র জানান, 'বেকার ল্যাবের মতো ঘটনার যাতে আর না হয় তার কথা মাথায় রেখে কিছু পদক্ষেপ করতেই আমরা এই সভার আয়োজন করছি৷ সকলের মতামত আমাদের কাম্য৷'
প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ সূত্রে জানানো হয়েছে, কলেজ স্ট্রিটে শুধু প্রেসিডেন্সিই নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও একাধিক স্কুল ও কলেজ রয়েছে৷ যেমন প্রেসিডেন্সি ক্যাম্পাস লাগোয়া হেয়ার স্কুল৷ হেয়ারের উল্টো দিকেই রয়েছে হিন্দু স্কুল৷ আবার প্রেসিডেন্সির উল্টো দিকে কফি হাউস পেরিয়ে একটু গেলেই ডান দিকে সংস্কত কলেজ এবং ভগবতী দেবী বিদ্যালয়৷ উমেশচন্দ্র কলেজ এবং সূরজমল জালান মহিলা মহাবিদ্যালয়ও ওই পাড়াতেই৷ প্রাক্তনীরা জানাচ্ছেন, সচরাচর দেখা যায়, কলেজ স্কোয়্যারে বিদ্যাসাগর মূর্তির তলায় সমবেত হয়ে রাজনৈতিক দলের মিছিল প্রেসিডেন্সির সামনে দিয়ে মহাত্মা গান্ধী রোড ক্রসিংয়ের দিকে যায়৷ বা মেডিক্যাল কলেজ পেরিয়ে ওয়েলিংটন হয়ে ধর্মতলা পর্যন্ত যায়৷ এতে ওই অঞ্চলে যানজটের সৃষ্টি হয়৷ রাজনৈতিক সভা-সমিতি বা মিছিলের জেরে গণ্ডগোল সৃষ্টি হলে সমস্যায় পড়ে এলাকার স্কুল-কলেজের পড়ুয়ারা৷ বইপাড়াও পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য৷ এখানে শুধু কলকাতাবাসীই নন, রাজ্যের নানা এলাকার মানুষ আসেন বই কেনাবেচা করতে৷ গণ্ডগোল হলেও তাঁরাও সমস্যায় পড়েন৷ এসব কথা মাথায় রেখে এবং ১০ এপ্রিল প্রেসিডেন্সিতে বেকার ল্যাবের ভাঙচুরের ঘটনার জেরে কলেজ স্ট্রিটকে রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত করতে চায় প্রেসিডেন্সির প্রাক্তনী সংসদ৷
সংগঠন সূত্রে জানা গিয়েছে, আজ বৈঠকটি সংসদের নিয়মিত আলোচনার জন্য ডাকা হয়নি৷ জরুরি অবস্থার মোকাবিলা করতেই ডাকা হয়েছে৷ থাকবেন শুধু এগজিকিউটিভ কাউন্সিলের সদস্যরা আর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার৷ প্রাক্তনীরা জানিয়েছেন, উপাচার্যের পাশে কী ভাবে থাকবে প্রাক্তনী সংসদ, সে বিষয়েও আলোচনা করা হবে৷ আলোচনা হবে, প্রেসিডেন্সির এই অবস্থা বিষয়টি নিয়ে উচ্চ শিক্ষা সংসদের চেয়ারপার্সন সুগত মারজিত্ কাছে যাওয়া হবে কি না৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সংসদের একজন সদস্য৷
প্রাক্তনী সংসদের সম্পাদক বিভাস চৌধুরী জানিয়েছেন, 'সকলের কাছ থেকে সুচিন্তিত মতামত গ্রহণ করার জন্যই আমরা আলোচনাসভার আয়োজন করছি৷' সংসদের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত মিত্র জানান, 'বেকার ল্যাবের মতো ঘটনার যাতে আর না হয় তার কথা মাথায় রেখে কিছু পদক্ষেপ করতেই আমরা এই সভার আয়োজন করছি৷ সকলের মতামত আমাদের কাম্য৷'
No comments:
Post a Comment