বস্টন: ম্যারাথনে জোড়া বিস্ফোরণের জেরে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হল লস অ্যাঞ্জেলস থেকে লন্ডন৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে হোয়াইট হাউস, নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারেও৷ বুধবার লন্ডনে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্ত্যেষ্টি অনুষ্ঠানেও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে৷ বস্টনের ওই বিস্ফোরণ স্থলের উপর দিয়ে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে৷
বিস্ফোরণের ধরণ বা এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি এফবিআই৷ মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ তবে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডিয়েনা ফিয়েনস্টেইন এটাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখছেন৷ সরকারি ভাবে এখনও এই বিষয়টি জানানো না হলেও মার্কিন মুলুক থেকে উড়ে যাওয়া প্রতিটি আন্তর্জাতিক বিমানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে৷ এতে পরিষ্কার বিস্ফোরণের সঙ্গে বিদেশি যোগের একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে বারাক ওবামা প্রশাসন৷
সোমবার দুপুরে বস্টন ম্যারাথন চলাকালীন ফিনিশিং লাইনের কাছে দু'টি বিস্ফোরণ ঘটে৷ নিহত হন তিন জন৷ আহত ১৪০-এরও বেশি৷ এর পরই আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা৷ লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, সান দিয়েগো এবং লাস ভেগাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলির পাশাপাশি সরকারি ভবন এবং ট্রানজিট হাবগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ টুইটার এবং ফেসবুকের মাধ্যমে পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছে, সন্দেহজনক কিছু ঘটলে যেন সঙ্গে সঙ্গেই তাদের জানানো হয়৷
রবিবার অনুষ্ঠিত হবে লন্ডন ম্যারাথন৷ এর নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে লন্ডন পুলিশ৷ লন্ডন ম্যারাথন ছাড়াও এই সন্তাহান্তের ল্যানসিং ম্যারাথন, ২৭ এপ্রিলের ন্যাসভিলের কাউন্ট্রি মিউজিক ম্যারাথনের নিরাপত্তাও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে হোয়াইট হাউসেরও৷ প্রতিটি প্রবেশ পথে মোতায়েন রয়েছে পুলিশ৷ তবে এখনও পর্যটকদের হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়নি৷
নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল, রাষ্ট্রপুঞ্জের দন্তর এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পরিস্থিতির মোকাবিলায় নামানো হয়েছে ক্রিটিক্যাল রেসপন্স টিম এবং অন্তত হাজার খানেক সন্ত্রাস-বিরোধী বাহিনীর জওয়ানকে৷
লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রানি দ্বিতীয় এলিজাবেথ-সহ বেশ কিছু আন্তর্জাতিক ব্যক্তিত্বের৷ ওই অনুষ্ঠানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বেশ কয়েক গুণ৷
বিস্ফোরণের ধরণ বা এর নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি এফবিআই৷ মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ তবে সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ডিয়েনা ফিয়েনস্টেইন এটাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই দেখছেন৷ সরকারি ভাবে এখনও এই বিষয়টি জানানো না হলেও মার্কিন মুলুক থেকে উড়ে যাওয়া প্রতিটি আন্তর্জাতিক বিমানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে৷ এতে পরিষ্কার বিস্ফোরণের সঙ্গে বিদেশি যোগের একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে বারাক ওবামা প্রশাসন৷
সোমবার দুপুরে বস্টন ম্যারাথন চলাকালীন ফিনিশিং লাইনের কাছে দু'টি বিস্ফোরণ ঘটে৷ নিহত হন তিন জন৷ আহত ১৪০-এরও বেশি৷ এর পরই আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা৷ লস অ্যাঞ্জেলস, ওয়াশিংটন ডিসি, ডেট্রয়েট, সান দিয়েগো এবং লাস ভেগাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলির পাশাপাশি সরকারি ভবন এবং ট্রানজিট হাবগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ টুইটার এবং ফেসবুকের মাধ্যমে পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ জানাচ্ছে, সন্দেহজনক কিছু ঘটলে যেন সঙ্গে সঙ্গেই তাদের জানানো হয়৷
রবিবার অনুষ্ঠিত হবে লন্ডন ম্যারাথন৷ এর নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিয়েছে লন্ডন পুলিশ৷ লন্ডন ম্যারাথন ছাড়াও এই সন্তাহান্তের ল্যানসিং ম্যারাথন, ২৭ এপ্রিলের ন্যাসভিলের কাউন্ট্রি মিউজিক ম্যারাথনের নিরাপত্তাও জোরদার করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে হোয়াইট হাউসেরও৷ প্রতিটি প্রবেশ পথে মোতায়েন রয়েছে পুলিশ৷ তবে এখনও পর্যটকদের হোয়াইট হাউসের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়নি৷
নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং, সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল, রাষ্ট্রপুঞ্জের দন্তর এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷ পরিস্থিতির মোকাবিলায় নামানো হয়েছে ক্রিটিক্যাল রেসপন্স টিম এবং অন্তত হাজার খানেক সন্ত্রাস-বিরোধী বাহিনীর জওয়ানকে৷
লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রানি দ্বিতীয় এলিজাবেথ-সহ বেশ কিছু আন্তর্জাতিক ব্যক্তিত্বের৷ ওই অনুষ্ঠানের নিরাপত্তাও বাড়ানো হয়েছে বেশ কয়েক গুণ৷
No comments:
Post a Comment