Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Wednesday, August 28, 2013

সোনা ৩৩ হাজার, ছুঁতে পারে ৩৫ হাজার

সোনা ৩৩ হাজার, ছুঁতে পারে ৩৫ হাজার

সোনা ৩৩ হাজার, ছুঁতে পারে ৩৫ হাজার
এই সময়: কলকাতার বাজারে রেকর্ড করল সোনা৷ ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দর উঠল ৩৩,৭০০ টাকা৷ ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাটের) দর হয়েছে ৩১,৯৭৫ টাকা৷ টাকার দাম রেকর্ড তলানিতে পৌঁছে যাওয়ায় মঙ্গলবার দেশের বাজারে চড়া দাম ওঠে সোনার৷ এ ছাড়া সোনার আমদানি উপর কড়াকড়ি জারি হওয়াতে দেশে সোনার সরবরাহে ব্যাপক টান পড়েছে৷ যার জেরে ঘরোয়া বাজারে সোনালি ধাতুর দাম বাড়ছে বলেই মত বিশেষজ্ঞদের৷ গত বছর ২৬ নভেম্বর, ধনতেরাসের সময় পাকা সোনার দর ছিল ৩৩,০০০ টাকা৷ সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে মঙ্গলবারের দর৷ সোনা কারবারিদের আশঙ্কা, ডলারের সাপেক্ষে টাকার দর আরও পড়লে খুব শীঘ্রই ৩৫ হাজারে পৌঁছে যাবে সোনার দাম৷


এ বছর এপ্রিল থেকে বিশ্ববাজারে সোনার দর পড়ছে৷ ১৫ এপ্রিল নাগাদ বিশ্ব বাজারে সোনার দাম পড়েছিল ২০ শতাংশ৷ মঙ্গলবারও লন্ডনের বাজারে সোনার দর তার সর্বোচ্চ মাত্রা থেকে ১৬ শতাংশ নীচে ঘোরাফেরা করেছে৷ বিশ্ববাজারে সোনার রেকর্ড দর রয়েছে ১৯২০ ডলার প্রতি ট্রয় আউন্স৷ এদিন বিশ্ববাজারে সোনার দর ছিল ১,৪১০ ডলার৷ টাকার দর ৫৩ বা ৫৪-র ঘরে থাকলে দেশের বাজারেও সোনার দর ২৫-২৬ হাজার টাকা হত৷ কিন্ত্ত টাকার অবমূল্যায়নে ভারতের বাজারে সোনার দাম জুনের শেষদিক থেকে এখনও পর্যন্ত ২৬ শতাংশ বেড়েছে৷ এদিন বিশ্ববাজারে রুপোর দামও ০.১ শতাংশ পড়েছে৷ কিন্ত্ত কলকাতায় কেজি প্রতি রুপোর দর ১৫০০ টাকা বেড়ে হয়েছে ৫৫,৩০০ টাকা৷ ব্যবসায়ীদের পূর্বাভাস কয়েকদিনের মধ্যে রুপোর কেজিও ৫৮ হাজার টাকা ছাড়াতে পারে৷ 

No comments: