- TOP STORY
-
রবীন্দ্রনাথের `চার-অধ্যায়` আজকের গল্প জানালেন পরিচালক
রবীন্দ্রনাথের `চার অধ্যায়`-এর মূল গল্পকে অপরিবর্তিত রেখেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে তাঁর ছবিতে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।
"উপন্যাসটিকে সিনেমায় রূপ দেওয়ার কথা মাথায় আসতেই এই মুহূর্তের রাজনৈতিক চিত্রটাকে গল্পের সঙ্গে মেলাতে চেয়েছিলাম। তৈরির পর আজকের প্রেক্ষাপটের সঙ্গে একেবারেই মানানসই লাগছে ছবিটি," সাংবাদিকদের জানালেন বাপ্পাদিত্য। তবে তিনি যে রবীন্দ্রনাথের মূল চিন্তার থেকে একেবারেই সরেননি সে কথা স্পষ্টই জানান তিনি।
মুখ্য দু`টি চরিত্র, ইন্দ্রনাথ ও ইলার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং পাওলি দাম।
আগামী মাসেই রিলিজ করতে চলেছে এই ছবি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment