- ফন্টের আকার
- প্রিন্ট
- Add new comment
২৫ এপ্রিল (রেডিও তেহরান): ইয়েমেনে সৌদি হামলায় সহায়তা ও শরিক হওয়ার পুরস্কার হিসেবে মিশর সরকার ৬০০ কোটি ডলার অর্থ উপার্জন করেছে।
এক মাস ধরে চলমান এই আগ্রাসনে এ পর্যন্ত প্রায় তিন হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে কয়েকশ শিশু ও নারী।
সৌদি সরকারের নেতৃত্বাধীন আট-নয়টি আরব দেশের জোট যখন ইয়েমেনে আগ্রাসন শুরু করে তখন মিশরের সিসি সরকার এই জোটে যোগ দেয়ার শর্ত হিসেবে ২০০ বিলিয়ন তথা ২০ হাজার কোটি ডলার দাবি করেছিল।
দৃশ্যত এখন মিশর সরকারের ওই দাবি আংশিকভাবে মেটানো হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত কায়রোকে আলাদাভাবে ২০০ কোটি ডলার তথা মোট ৬০০ কোটি ডলার 'ঋণ' দিয়েছে।
বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, জনমতকে ধোঁকা দেয়ার জন্যই 'ঋণ' শব্দটি ব্যবহার করা হয়েছে। #
রেডিও তেহরান/এএইচ/২৫
No comments:
Post a Comment