From: গুরুচন্ডা৯ <guruchandali@gmail.com>
Date: 2011/2/26
Subject: লিটল ম্যাগাজিন মেলা -- বাঙালির চোখে জল
To: Saikat Bandyopadhyay <guruchandali@gmail.com>
বাঙালির ঘরে ঘরে একি কান্ড। ঘোষবাবু শেষবার কেঁদেছিলেন পঞ্চাশবছর আগে, ক্লাস এইটে অঙ্কে তেরো পেয়ে বাবার কানমলায়। আজ পঞ্চাশবছর পরে বাঙালির চোখে আবার জল? ক্কী ক্কান্ড। মমতাশঙ্কর থেকে সুনীল গাঙ্গুলি অব্দি সব্বাই কাঁদছেন। কেন কাঁদছেন?
সর্ষের তেলের ঝাঁঝ? বিজ্ঞাপনের চোটে ভুল ভাবছেন।
সৌরভ গাঙ্গুলির শোকে? বিশ্বকাপের ধামাকায় ভুল দেখছেন।
পরিবর্তনের ভয়ে? একদম নয়...।
তাহলে বাঙালি কাঁদছে কেন, সেকি শুধু গুরুর প্রথমবারের চটির শোকে? তাও না। এ কথা অবশ্য ঠিক যে গুরুর প্রথমবারের চটি চতুষ্টয় প্রায় শেষ। পড়ে আছে শুধু ঝড়তি পড়তি কিছু পুরোনো কপি। কিন্তু সে তো সুখবর। গুরুর চটির শোকে বাঙালি কাঁদবে কেন?
আসল খবরটা এই বাজরে চুপি চুপি জেনে নিন। কলেজ স্ট্রিটে রমরমিয়ে শুরু হয়ে গেছে লিটল ম্যাগাজিন মেলা। কবিগুরু বলেছেন যা গেছে তা যাক। চাট্টি চটি গেছে তো কি, এসে গেছে নতুন সেট। আরও দুই জোড়া। বইমেলায় যারা মিস করেছিলেন, লিটল ম্যাগাজিন মেলায় এসে তো তাঁদের চক্ষু চড়কগাছ। চোখে আনন্দাশ্রু, নাকে জল। পুরোনো যে কটা আছে তারাই বা কম যায় কি? দেখবি কি রে পাগলা ঝাঁঝে মরে যাবি।
পঞ্চাশবছর পরে তাই বাঙালির চোখে জল। যারা বইমেলায় মিস করেছেন, তাঁরা কলেজ স্কোয়্যারে চলে আসুন। জলদি। আজ ই।
** বিশদ বিবরণের জন্য দেখুন গুরুর চির পুরাতন বইমেলা গাইডঃ http://www.guruchandali.com/pebble/files/preview/gurur_guide.pdf
No comments:
Post a Comment