Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Thursday, June 27, 2013

তৃণমূল প্রার্থী খুনে অভিযোগ সুজনের বিরুদ্ধে

তৃণমূল প্রার্থী খুনে অভিযোগ সুজনের বিরুদ্ধে

তৃণমূল প্রার্থী খুনে অভিযোগ সুজনের বিরুদ্ধে
এই সময়: বারুইপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিবরাম নস্করের হত্যার ঘটনায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হল৷ বুধবার বারুইপুরে ভোট প্রচারে গিয়ে খুন হন শিবরাম নস্কর৷ সিপিএম দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী ছাড়া আরও চার জনের বিরুদ্ধে খুন-সহ তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তাঁরা হলেন, কানু সাঁপুই, বিমান নস্কর, রাজু নস্কর এবং যুক্ত মণ্ডল৷ ঘটনায় বৃহস্পতিবার দীনবন্ধু সাঁপুই নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যদিও এফআইআর-এ তাঁর নাম নেই বলে পুলিশ সূত্রে খবর৷ 

তৃণমূলের অভিযোগ, প্রচারের সময় এক সিপিএম কর্মীর বাড়িতে গিয়েছিলেন শিবরাম৷ তখনই দু'পক্ষের মধ্যে বচসার সূত্রপাত৷ সেই সময় কানু সাঁপুই ধারালো অস্ত্র দিয়ে শিবরামবাবুকে কোপান বলে অভিযোগ৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আনা হয়৷ সন্ধেয় তিনি মারা যান৷ যদিও সিপিএম-এর পাল্টা দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হয়েছেন শিবরামবাবু৷ 
http://eisamay.indiatimes.com/state/Murder-case-against-Sujan-Chakraborty/articleshow/20794482.cms

বুধবারই হাসপাতালে গিয়ে তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এই ঘটনার নেপথ্যে সুজনবাবুর যোগসূত্রের ইঙ্গিত দিয়েছিলেন৷ তা খারিজ করে সুজন চক্রবর্তী বলেন, 'শোভন এ ধরনের কথা বললেন কী করে!' আর এদিন তিনি বলেছেন, 'সরকার চক্রান্ত করে এ সব করছে৷ পুলিশ গ্রেপ্তার করলে, করবে৷ সারদা মামলাতেও আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে৷ সেখানে ব্যর্থ হয়ে এবার নতুন চক্রান্ত করছে৷' 

No comments: