Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Sunday, April 19, 2015

CM absolute Mamata Banerjee has to romp home with thumping win! Democracy Lost. Elections?No it is walkover! Violence unabated.Free for ruling RiGGING. Kolaka witnesses yet another Blood Bathing! Media tried its best to put RSS on top and it failed miserably.In Kurukshetra Kolkata,Lotus bloomed almost nowhere.A resurgent Left only resisted the wrath and venom of absolute power! Palash Biswas

CM absolute Mamata Banerjee has to romp home with thumping win! Democracy Lost.


Elections?No it is walkover! Violence unabated.Free for ruling RiGGING. Kolaka witnesses yet another Blood Bathing!

Media tried its best to put RSS on top and it failed miserably.In Kurukshetra Kolkata,Lotus bloomed almost nowhere.A resurgent Left only resisted the wrath and venom of absolute power!



Palash Biswas

Media tried its best to put RSS on top and it failed miserably.In Kurukshetra Kolkata,Lotus bloomed almost nowhere.A resurgent Left only resisted the wrath and venom of absolute power!

Mamata Banerjee has to romp home with thumping win as Democracy Lost.


আজকালের প্রতিবেদন: শনিবার কলকাতা পুরসভা নির্বাচনে কোনও বড় ঘটনা ঘটেনি বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ এদিন সন্ধেয় মমতা যান সি এম আর আই হাসপাতালে গুলিবিদ্ধ এ এস আই জগন্নাথ মণ্ডলকে দেখতে৷‌ সেখানে তিনি সাংবাদিকদের বলেন, প্রচণ্ড গরম উপেক্ষা করে শাম্তিপূর্ণভাবে মানুষ ভোট দিয়েছে৷‌ ১৪৪টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে৷‌ পুলিস সঙ্গে সঙ্গে ব্যবস্হা নিয়েছে৷‌ ভোটের সময় পুলিস ভাল কাজ করেছে৷‌ মমতা বলেন, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, তা বলে রাজনৈতিক উত্তেজনা ছড়ানো ঠিক নয়৷‌ তিনি জানান, হাসপাতালে ভর্তি এ এস আই এখন সুস্হ আছেন৷‌ তাঁর চিকিৎসা চলছে৷‌ চিকিৎসকরাই তাঁর ব্যাপারে সিদ্ধাম্ত নেবেন৷‌

Here it is.

Claims and counter-claims in a stormy day

  • Site where bomb is hurled

The Communist Party of India (Marxist) on Saturday adopted a resolution accusing the Mamata Banerjee-led Trinamool Congress of indulging in "massive rigging" of the Kolkata Municipal Corporation election.

The election to KMC witnessed yet another round of massive rigging by the ruling Trinamool Congress which mobilised "goondas" from different parts of West Bengal, as per the resolution passed at CPI(M)'s ongoing 21st National Congress here in Andhra Pradesh.

"The West Bengal State Election Commission with all the machinery at its command has remained a silent spectator to the chaos being spread by the ruling party. It has even expressed its helplessness in public," the resolution said. The voters are threatened not to go to polling stations and are prevented from doing so by the ruling party members, it claimed. Incidents of sporadic violence were reported during voting, which is viewed as a "semi-final" to West Bengal Assembly elections due next year.

On the other hand, West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee described election to the Kolkata Municipal Corporation as by and large peaceful. "Today's voting was a peaceful one. I'm telling this only after the elections are over," Banerjee told reporters, after visiting the injured Kolkata Police sub-inspector at a city hospital this evening.

Also Read: Kolkata Municipal elections: Violence mars polls, crude bomb hurled near Raj Bhawan

"Voting was held at 144 wards of the Kolkata Municipal Corporation...There were a few stray incidents at four-five places which were immediately taken care of by the police, for which I thank them," Banerjee said. She appealed to the opposition parties not to "incite unrest for the sake of political gain which would become a reason of trouble for the common man".

Describing the condition of the injured SI as "stable", the chief minister went on to praise him for "good record" in the service. "There was a scuffle at Girish Park where our SI Jagannath Mondal was hit by a bullet on his back. Doctors have seen him and they will take a decision on when to operate him for his injury...Thank God that he is okay. I wish speedy recovery of his," Banerjee said.





আজকালের প্রতিবেদন: কার্যত ফাঁকা মাঠেই যেন কলকাতা পুরসভার ভোট করল শাসকদল৷‌ ভোট শেষে তৃণমূলের নেতা, নেত্রী, কর্মীরা যথেষ্ট খুশি৷‌ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দুপুরে নিজে ভোট দিতে গিয়ে দু'আঙুল তুলে সাংবাদিকদের 'ভি'রি' চিহ্ন দেখান৷‌ কর্মীরাও সকলেই মনে করছেন, তাঁরা খুব সহজেই ফের কলকাতা পুরসভার দখল নিতে চলেছেন৷‌ লড়াইয়ের ময়দান কেন এক তরফা হল? রাজনৈতিক মহলে তা নিয়ে বিভিন্ন মত৷‌ শাসকদলের বিশ্লেষণ, তাদের সঙ্গে সমান তালে লড়াই করবার ক্ষমতা কোনও বিরোধীদের নেই৷‌ কলকাতার মানুষ সামগ্রিক উন্নয়নের কাজে এবং মমতা ব্যানার্জির প্রতি ভরসার কারণে তাদের এখনও পূর্ণ মাত্রায় সমর্থন করছেন৷‌ বিরোধী দলগুলি সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জমি পায়নি৷‌ মানুষ প্রত্যাখ্যান করেছে৷‌ স্বভাবতই ভোটের দিন লড়াইয়ের ময়দানে তাদের পাওয়া যায়নি৷‌ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ভোট শেষে ঘোষণা করেছেন ঐতিহাসিক, শাম্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে৷‌ বিরোধীদের বক্তব্য কিন্তু সম্পূর্ণ উল্টো৷‌ সি পি এম, বি জে পি এবং কংগ্রেস বলেছে চরম সন্ত্রাসে ভোট হয়েছে৷‌ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি৷‌ বিরোধীদের ওপর আক্রমণ হয়েছে৷‌ পুলিসের কাছে গিয়ে কোনও প্রতিকার পাওয়া যায়নি৷‌ এই ভাবে পেশি শক্তি এবং পুলিস দিয়ে লড়াইয়ের ময়দান ফাঁকা করে শাসকদল ক্ষমতায় আসতে চাইল৷‌ বামফ্রন্ট ২ হাজারটি বুথে পুনর্নির্বাচন চেয়েছে৷‌ নইলে বন‍্ধ ডাকবার হুমকি দিয়েছে তারা৷‌ বি জে পি গোটা ভোটই বাতিল করতে বলেছে৷‌ নতুন করে ভোট হোক কেন্দ্রীয় বাহিনী এনে৷‌ কংগ্রেসের বক্তব্য, নতুন প্রার্থীদের ভয় পেয়ে তৃণমূল সন্ত্রাস করেছে৷‌ নির্বাচন কমিশন কী বলেছে? কমিশনার সুশাম্তরঞ্জন উপাধ্যায় বলেছেন, একাংশের মানুষ ভোট দিতে পারেননি৷‌ শনিবার কলকাতায় আদর্শ পরিবেশ ছিল না৷‌ রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, সি পি এম নেতারা প্রতিরোধের যে ডাক দিয়েছিলেন, শনিবার তা অনেকাংশেই ব্যর্থ হয়েছে৷‌ বহু জায়গায় মানুষ ভোট দিতে গিয়ে বাধা পেয়েছেন৷‌ কিন্তু তাদের সাহস জোগানোর মতো কেউ পথে ছিল না৷‌ যদিও সি পি এমের রাজ্য সম্পাদক সূর্যকাম্ত মিশ্র বিশাখাপত্তনমে সাংবাদিকদের বলেছেন প্রতিরোধ হয়েছে বলেই আমাদের ৭৫ জন কর্মী আহত হয়েছেন৷‌ তবে শহরে ঘুরে এদিন কিন্তু বি জে পি নেতা, কর্মীদের পথে বিশেষ দেখা যায়নি৷‌ তারা জোড়াসাঁকো, জোড়াবাগান, পোস্তা, বড়বাজারের মতো বিশেষ কয়েকটি পকেটে তাদের জটলা দেখা গেছে৷‌ উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, শিয়ালদা ছাড়া কংগ্রেস কর্মীদের চোখে পড়েনি৷‌ ফলে এ-সব জায়গায় শাসকদলের কর্মী, সমর্থকরা নিশ্চিম্তে ভোটের কাজ করেছেন৷‌ শনিবার ভোটকে কেন্দ্র করে শহরে বিক্ষিপ্ত অশাম্তির ঘটনা ঘটেছে৷‌ গুলি চলেছে, বোমা পড়েছে৷‌ পুলিস জখম হয়েছে৷‌ রাজনৈতিক কর্মীরাও আহত হয়ে হাসপাতালে গেছেন৷‌ কিছু ক্যাম্প অফিস ভাঙচুর হয়েছে৷‌ যদিও এ কথা মানতে হবে ভোট শেষে বিরোধীরা যতই সন্ত্রাসের কথা বলুন না কেন, নির্বাচন কমিশনের কাছে কিন্তু ৮০টির মতো অভিযোগ জমা পড়েছে৷‌ বিকেলে কমিশনার সাংবাদিকদের এ খবর জানান৷‌ কলকাতার নগরপাল সুরজিৎ করপুরকায়স্হ বলেছেন, পুলিস নিরপেক্ষ ভাবে পেশাদারি মনোভাব নিয়ে কাজ করেছে৷‌ যথাযথ প্রস্তুতি থাকায় বড় ঘটনা আটকানো গেছে৷‌ ৫৮ জন গ্রেপ্তার হয়েছে৷‌ যদিও বিরোধীরা স্পষ্ট বলেছেন, কলকাতার পুলিস এদিন নির্লজ্জ ভাবে শাসকদলের পক্ষ নিয়ে কাজ করেছে৷‌ দিন শেষে জানা গেছে, ভোট পড়েছে শতকরা ৬২.৪২ শতাংশ৷‌ এক দিকে শাসকদলের দাবি, ভোট হয়েছে শাম্তিপূর্ণ, অন্য দিকে বিরোধীদের অভিযোগ, শুক্রবার রাতেই পাড়ায় পাড়ায় ঘুরে সন্ত্রস্ত করা হয়েছে ভোটারদের৷‌ বহু পাড়া থেকে মানুষ ভোট দিতে পারেননি৷‌ কোথাও কোথাও হাতে কালি লাগিয়ে ভোটারদের বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে৷‌ এই চাপা সন্ত্রাস চোখে পড়েনি৷‌ কিন্তু এলাকার মানুষ জানেন৷‌ শাসকদল এই অভিযোগ একেবারে নস্যাৎ করে দিয়েছে৷‌ তাদের বক্তব্য সি পি এম নেতাদের ফাঁকা আওয়াজ, বি জে পি-র লোক দেখানো হইচই সবই এদিন প্রমাণ হয়ে গেল৷‌ এই দুই দলের একজন বড় নেতাকেও পথে দেখা যায়নি৷‌ সংগঠনের দিক থেকে দেউলিয়া হয়ে গেলে এই ধরনের মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া অন্য কোনও পথ থাকে না৷‌



আজকালের প্রতিবেদন: ভোটের দিন গোলমাল থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন গিরিশ পার্ক থানার গুন্ডাদমন শাখার অফিসার জগন্নাথ মণ্ডল৷‌ তাঁকে রাতে সি এম আর আই হাসপাতালে ভর্তি করা হয়৷‌ গুলিবিদ্ধ পুলিসকর্মী খবর পেয়ে রাতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷‌ সঙ্গে ছিলেন নগরপাল সুরজিৎ করপুরকায়স্হ৷‌ এদিন রাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়৷‌ মুখ্যমন্ত্রী বলেন, উনি খুবই ভাল অফিসার৷‌ গিরিশ পার্কের রাজেন্দ্র মল্লিক লেনে দুই রাজনৈতিক দলের মধ্যে গন্ডগোল চলছিল৷‌ বোমা পড়ছে বলে অভিযোগ পায় পুলিস৷‌ থানার সহকারী সাব ইনস্পেক্টরকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান৷‌ পৌনে চারটে নাগাদ থানায় খবর আসে তৃণমূল ও কংগ্রেসের কয়েকজন সমর্থক বচসায় জড়িয়ে পড়েছেন, বোমা পড়ছে৷‌ জগন্নাথ মণ্ডল পৌঁছানোর পরই গুলি ছুটে আসে৷‌ তাঁর কাঁধের একটু নিচেই গুলি লাগে৷‌ তৎক্ষণাৎ তিনি সেখানে পড়ে যান৷‌ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷‌ লালবাজারে নগরপাল সুরজিৎ করপুরকায়স্হ সাংবাদিক বৈঠকে বিকেলে বলেন, গুলিবিদ্ধ হওয়ার খবর পাইনি৷‌ খোঁজ নেব৷‌ পরে তিনি যুগ্ম্মনগরপাল (সদর) রাজীব মিশ্রর কাছ থেকে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন৷‌ সাংবাদিক বৈঠকে নগরপাল বলেন, যথাযথ পুলিসি প্রস্তুতি থাকায় পুরভোটে বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি৷‌ বড় প্রস্তুতি ছিল৷‌ ৩২ হাজার কর্মী ছিলেন৷‌ পদস্হ অফিসারেরাও ছিলেন৷‌ ঘটনার খবর পেলেই পুলিস দ্রুত পৌঁছেছে৷‌ ব্যবস্হা নিয়েছে৷‌ বিচ্ছিন্নভাবে বোমা পড়েছে৷‌ তবে পরস্পরকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়নি৷‌ ৪ হাজার ৭০০-র মতো বুথ ছিল৷‌ কলকাতা পুলিসের ২৮০ বর্গ কিমি এলাকায় ব্যবস্হা নেওয়ায় বড় ঘটনা এড়ানো গেছে৷‌ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷‌ ১৮টা বোমা উদ্ধার করা হয়েছে৷‌ ১টি পিস্তল পাওয়া গেছে৷‌ পুলিস নিরপেক্ষভাবে, পেশাদারি মনোভাব নিয়ে কাজ করেছে৷‌ ভোট-পরবর্তী কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ব্যবস্হা রাখা আছে৷‌ দুটি গুলি চালনার ঘটনা ঘটেছে৷‌ একটি জাদুঘরের সামনে৷‌ অন্যটি বাঘাযতীন এলাকায়৷‌ রাজনৈতিক দলগুলোর থেকে অভিযোগ এসেছে৷‌ অভিযোগ পেলেই পুলিস দেখেছে৷‌ রতনবাবু ঘাট, রাজাবাজার, টাকিতে বোমা পড়েছে৷‌ এদিকে গিরিশ পার্কের রাজেন্দ্র মল্লিক লেনে বোমাবাজির ঘটনার খবর পেয়ে জগন্নাথ মণ্ডল নামে এক পুলিসকর্মী যান৷‌ তাঁর গায়ে স‍্প্লিন্টার লাগে৷‌ রটে যায়, তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে৷‌ যুগ্ম্মনগরপাল (সদর) রাজীব মিশ্র বলেন, গায়ে গুলি লেগেছে না বোমার টুকরো, তা দেখা হচ্ছে৷‌ আহত পুলিসকর্মীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷‌ এদিকে সংবাদ সংগ্রহে গিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককে সহকারী কমিশনার সুদীপ্ত নাগ চড় মেরেছেন বলে অভিযোগ৷‌ এ ব্যাপারে নগরপাল জানান, খোঁজ নেব৷‌ প্রয়োজনে ব্যবস্হা নেওয়া হবে৷‌ রাতে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় এফ আই আর করা হয়েছে৷‌ পুরসভা নির্বাচনে সংবাদমাধ্যমের ওপর আক্রমণে নিন্দা করেছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব৷‌ প্রেস বিবৃতিতে বলা হয়েছে, কমিশনের দেওয়া বৈধ, সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও সাংবাদিকদের হুমকির মুখে পড়তে হয়েছে৷‌ অনেক জায়গায় আটকে দেওয়া হয়েছে৷‌ সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন সেদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷‌

আজকালের প্রতিবেদন: কলকাতা পুরভোটে ২০০০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানাল বামফ্রন্ট৷‌ দাবি মানা না হলে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ফ্রন্ট৷‌ শনিবার কলকাতা পুরভোট শেষে বামফ্রন্টের জরুরি সভা ডাকা হয়৷‌ ভোটে শাসকদলের সন্ত্রাসের প্রতিবাদে আজ, রবিবার পথে নামছে বামেরা৷‌ পাশাপাশি কাল, সোমবার মিছিলের ডাক দিয়েছে তারা৷‌ এদিন বামফ্রন্টের বৈঠক শেষে সি পি এম রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল৷‌ সি পি এম নেতা রবীন দেব অভিযোগ করেন, নজিরবিহীন সন্ত্রাস হয়েছে পুরভোটে৷‌ এই ভোট প্রহসনের ভোটে পরিণত হয়েছে৷‌ তিনি বলেন, ২০০০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছি৷‌ যারা ভোটে গন্ডগোল পাকিয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে৷‌ ২৮ এপ্রিল পর্যম্ত দেখব৷‌ না হলে ধর্মঘটের দিকেও যেতে পারি৷‌ বাংলা বন‍্ধও হতে পারে৷‌ তিনি বলেন, নজিরবিহীন সন্ত্রাস উপেক্ষা করে যাঁরা ভোট দিয়েছেন, তাঁদের অভিনন্দন৷‌ বাম কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন৷‌ তাঁদেরও অভিনন্দন জানাচ্ছি৷‌ পুরভোটে শতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন৷‌ আক্রাম্তদের পাশে রয়েছি আমরা৷‌ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্হিত ছিলেন সি পি এম নেতা রবীন দেব, সুজন চক্রবর্তী, সি পি আই নেতা মঞ্জুকুমার মজুমদার, সি পি এম কলকাতা জেলা সম্পাদক নিরঞ্জন চ্যাটার্জি, ফরওয়ার্ড ব্লকের হাফিজ আলম সইরানি, আর এস পি-র মনোজ ভট্টাচার্য প্রমুখ৷‌ সুজন চক্রবর্তীর দাবি, বহিরাগত দুষ্কৃতীরা ভোট লুট করেছে৷‌ শতাধিক বাম কর্মী আহত৷‌ অনেক মহিলা কর্মী আক্রাম্ত হয়েছেন৷‌ বাম কর্মীরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন৷‌ যুদ্ধ করার মতো মনোভাব নিয়ে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতীরা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ভোটপর্ব৷‌ এদিন রবীন দেব বলেন, এই ভোট প্রহসনের ভোটে পরিণত হয়েছে৷‌ ফলে মানুষের রায়ের সঠিক প্রতিফলন হতে পারে না৷‌ কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ সেন, সি পি এম নেতা ফুয়াদ হালিম পুলিসের সামনে আক্রাম্ত হয়েছেন৷‌ দুষ্কৃতীরা পুলিসের লজিস্টিক নিয়ে গোটা কলকাতায় সন্ত্রাস চালিয়েছে৷‌ দুই ২৪ পরগনা, বর্ধমান, হাওড়া থেকে দুষ্কৃতীরা ভিড় জমিয়েছিল পুরভোটে৷‌ রাজ্য নির্বাচন কমিশনার সরকারের হাতের পুতুল হয়ে গেছে৷‌ দুষ্কৃতীদের মদত দিয়েছে তৃণমূল৷‌ নজিরবিহীন সন্ত্রাস হয়েছে কলকাতা পুরভোটে৷‌ রাজ্য নির্বাচন কমিশন তা মেনে নিয়েছে৷‌ তিনি বলেন, বামফ্রন্ট গত পুরভোটে যে ওয়ার্ডে জিতেছিল, ২০১৪ সালে লোকসভা ভোটে এগিয়ে ছিল, সেখানে টার্গেট করে বাধা দেওয়া হয়েছে৷‌ ৬৫টি ওয়ার্ডে গন্ডগোল হয়েছে৷‌ তৃণমূলের হিংস্র, জল্লাদ বাহিনী পুলিসের মদতে সন্ত্রাস চালিয়েছে৷‌ পর্যবেক্ষক, বিশেষ পর্যবেক্ষকদের নির্দিষ্ট অভিযোগ জানানোও হয়েছে৷‌ কলকাতার বুথগুলির একটি বড় অংশে ভোটারদের বাধা দেওয়া হয়েছে৷‌ তাঁর অভিযোগ, ৬৭, ৬৫, ৬০ নম্বর ওয়ার্ড-সহ আরও ওয়ার্ডে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি৷‌ প্রিসাইডিং অফিসার ভোটারদের বলেছেন, ভোট দেওয়া হয়ে গেছে৷‌ ২০০০টি বুথে পুনর্নির্বাচন দাবি করছি৷‌ দাবি পূরণ না হলে ধর্মঘটের দিকেও যেতে পারি৷‌ বাংলা বন‍্ধও হতে পারে বলে হুঁশিয়ারি তাঁর৷‌ রবীন দেবের আরও অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতিতে শ্যামল চক্রবর্তী, তাঁর মেয়ে ঊষসী চক্রবর্তী, গৌতম দেবের ছেলে সপ্তর্ষি, বর্ষীয়ান বাম নেতা সাধন গুপ্ত ভোট দিতে পারেননি৷‌

মানুষের একাংশ ভোট দিতে পারেনি: কমিশন


কাকলি মুখোপাধ্যায়


কলকাতার এক অংশের মানুষ ভোট দিতে পারেননি৷‌ শনিবার ভোট শেষে রাজ্য নির্বাচন কমিশনার সুশাম্তরঞ্জন উপাধ্যায় এ কথা বলেছেন৷‌ তিনি বলেন, আদর্শ পরিবেশে ভোট হয়েছে বলতে পারছি না৷‌ যেসব অভিযোগ কমিশনে জমা পড়েছে সেগুলি যদি সত্যি হয় তাহলে তা হবে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক৷‌ তবে কোনও বুথে পুনরায় ভোট হবে কিনা তা রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধাম্ত নেওয়া হবে৷‌ তিনি জানান, ভোট পড়েছে ৬২.৪২ শতাংশ৷‌ ২০১০ সালের পুরভোটে ভোটের হার ছিল ৬১.৫৮ শতাংশ৷‌ এদিন সকাল থেকেই নির্বাচন কমিশনে বিভিন্ন বিরোধী দল অভিযোগ জানায়৷‌ ওই সময়ে নির্বাচন কমিশনার জনান, শাম্তিপূর্ণভাবে ভোট হচ্ছে৷‌ তবে বিকেলে তাঁর গলায় ছিল একটু ভিন্ন সুর৷‌ তিনি জানান, সকাল থেকে প্রায় ৬৫ থেকে ৭০টি অভিযোগ জমা পড়েছে৷‌ কোথাও বাইরে থেকে লোক এনে ভোট দেওয়া হয়েছে, কোথাও এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এসেছে৷‌ ভাঙর, ডায়মন্ডহারবার, হাওড়া, বালি থেকে বহিরাগত ঢোকানোর অভিযোগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷‌ অন্যান অভিযোগের মধ্যে রয়েছে ৮ থেকে ১০টি ই ভি এম খারাপ, দুটো ওয়েব ক্যামেরা ভেঙে দেওয়া৷‌ ভোট দিতে গিয়ে কোনও ভোটার দেখেন তাঁর ভোট ইতিমধ্যে কেউ দিয়ে দিয়েছে, এমনও অভিযোগ এসেছে৷‌ যাদবপুর, পাটুলি-সহ ৫১, ৫৭, ৫৮, ৫৯, ৬৪, ১০২, ১০৭, ১০৪, ১০৯ ওয়ার্ড থেকে প্রচুর অভিযোগ এসেছে৷‌ বুথ দখলের অভিযোগও জমা পড়েছে৷‌ ভোট দিয়ে বেরোনোর পর ভোটের কালি মুছে যাওয়ার অভিযোগ জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডে বাসিন্দা গীতা ভাটিয়া৷‌ এদিন বি জে পি-র পক্ষ থেকে ২০টি অভিযোগ এসেছে৷‌ তবে গুলি চালানোর কোনও অভিযোগ আসেনি বলে জানান নির্বাচন কমিশনার৷‌ তিনি বলেন, যদিও বি জে পি-র পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ এসেছে৷‌ কিন্তু কমিশনের কাছে এখনও পর্যম্ত কোনও অভিযোগ নেই৷‌ তবে অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার চেষ্টা করেছি৷‌ এম আর ও, আর ও-রা রিপোর্ট পাঠাতে শুরু করে দিয়েছেন৷‌ সাংবাদিকদের প্রশ্নে কমিশনার জানিয়েছেন, সব ক্ষেত্রে সব জায়গায় যে দুষ্কর্ম হয়েছে তা নয়৷‌ তবে কেন্দ্রীয় বাহিনী আগে থেকে এলাকায় টহল দিলে হয়ত মানুষের ভয় খানিকটা কমত৷‌ কারণ,কলকাতার এক অংশের মানুষ ভোট দিতে পারেননি৷‌ শনিবার ভোট শেষে রাজ্য নির্বাচন কমিশনার সুশাম্তরঞ্জন উপাধ্যায় এ কথা বলেছেন৷‌ তিনি বলেন, আদর্শ পরিবেশে ভোট হয়েছে বলতে পারছি না৷‌ যেসব অভিযোগ কমিশনে জমা পড়েছে সেগুলি যদি সত্যি হয় তাহলে তা হবে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক৷‌ তবে কোনও বুথে পুনরায় ভোট হবে কিনা তা রিপোর্ট খতিয়ে দেখে সিদ্ধাম্ত নেওয়া হবে৷‌ তিনি জানান, ভোট পড়েছে ৬২.৪২ শতাংশ৷‌ ২০১০ সালের পুরভোটে ভোটের হার ছিল ৬১.৫৮ শতাংশ৷‌ এদিন সকাল থেকেই নির্বাচন কমিশনে বিভিন্ন বিরোধী দল অভিযোগ জানায়৷‌ ওই সময়ে নির্বাচন কমিশনার জনান, শাম্তিপূর্ণভাবে ভোট হচ্ছে৷‌ তবে বিকেলে তাঁর গলায় ছিল একটু ভিন্ন সুর৷‌ তিনি জানান, সকাল থেকে প্রায় ৬৫ থেকে ৭০টি অভিযোগ জমা পড়েছে৷‌ কোথাও বাইরে থেকে লোক এনে ভোট দেওয়া হয়েছে, কোথাও এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এসেছে৷‌ ভাঙর, ডায়মন্ডহারবার, হাওড়া, বালি থেকে বহিরাগত ঢোকানোর অভিযোগ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷‌ অন্যান অভিযোগের মধ্যে রয়েছে ৮ থেকে ১০টি ই ভি এম খারাপ, দুটো ওয়েব ক্যামেরা ভেঙে দেওয়া৷‌ ভোট দিতে গিয়ে কোনও ভোটার দেখেন তাঁর ভোট ইতিমধ্যে কেউ দিয়ে দিয়েছে, এমনও অভিযোগ এসেছে৷‌ যাদবপুর, পাটুলি-সহ ৫১, ৫৭, ৫৮, ৫৯, ৬৪, ১০২, ১০৭, ১০৪, ১০৯ ওয়ার্ড থেকে প্রচুর অভিযোগ এসেছে৷‌ বুথ দখলের অভিযোগও জমা পড়েছে৷‌ ভোট দিয়ে বেরোনোর পর ভোটের কালি মুছে যাওয়ার অভিযোগ জানিয়েছেন ২২ নম্বর ওয়ার্ডে বাসিন্দা গীতা ভাটিয়া৷‌ এদিন বি জে পি-র পক্ষ থেকে ২০টি অভিযোগ এসেছে৷‌ তবে গুলি চালানোর কোনও অভিযোগ আসেনি বলে জানান নির্বাচন কমিশনার৷‌ তিনি বলেন, যদিও বি জে পি-র পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ এসেছে৷‌ কিন্তু কমিশনের কাছে এখনও পর্যম্ত কোনও অভিযোগ নেই৷‌ তবে অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার চেষ্টা করেছি৷‌ এম আর ও, আর ও-রা রিপোর্ট পাঠাতে শুরু করে দিয়েছেন৷‌ সাংবাদিকদের প্রশ্নে কমিশনার জানিয়েছেন, সব ক্ষেত্রে সব জায়গায় যে দুষ্কর্ম হয়েছে তা নয়৷‌ তবে কেন্দ্রীয় বাহিনী আগে থেকে এলাকায় টহল দিলে হয়ত মানুষের ভয় খানিকটা কমত৷‌ কারণ, ভোটের আগে থেকে বিরোধী দলগুলি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও জানিয়েছিলেন৷‌ তার ভিত্তিতে সমন্বয় সাধন করে চলার চেষ্টা করেছে কমিশন৷‌ ভোটের আগে থেকে বিরোধী দলগুলি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকির অভিযোগও জানিয়েছিলেন৷‌ তার ভিত্তিতে সমন্বয় সাধন করে চলার চেষ্টা করেছে কমিশন৷‌

http://www.aajkaal.net/19-04-2015/news/243139/




West Bengal: Kolkata Municipal Corporation elections end, record around 60 ...

The Indian Express - ‎21 hours ago‎

The Kolkata municipal polls passed off peacefully without any major disruption on Saturday but was marred by sporadic cases of booth capture, clashes, bombing, threats and intimidations allegedly resorted to mostly by the ruling Trinamool Congress party ...

Kolkata Municipal elections: Violence mars polls, crude bomb hurled near Raj ...

Daily News & Analysis - ‎Apr 18, 2015‎

I have filed a complaint with the West Bengal State Election Commission and the Kolkata Police," said Halim. 1077 candidates are contesting the election in which 38 lakh voters are eligible to exercise their franchise to elect a new KMC board. At present the ...

52% voter turnout in Kolkata civic body elections till 1 pm

Hindu Business Line - ‎Apr 18, 2015‎

Despite reports of widespread violence, polling for the 144-ward Kolkata Municipal Corporation (KMC) on Saturday saw a 52 per cent turnout till 1 p.m. The voting ended at 3 pm. Opposition parties accused the Trinamool Congress (TMC) of resorting to violent ...

Kolkata Municipal Elections: Why the race is only for the second spot

Daily News & Analysis - ‎Apr 17, 2015‎

Post the Lok Sabha elections, there was a perception that BJP can emerge as a major competitor to the ruling party. And what better place to start from than Kolkata, which has a large Hindi speaking population as well. But poor leadership and internal dissent ...

TMC, CPI (M) workers clash during Kolkata Municipal Corporation elections

Daily News & Analysis - ‎Apr 17, 2015‎

Clashes broke out between the workers of the Trinamool Congress and the Communist Party of India (Marxist) during the Kolkata Municipal Corporation elections on Saturday . The violence erupted even as all necessary steps had been taken to ensure ...

KMC elections today, central forces, drones to keep watch

The Indian Express - ‎Apr 17, 2015‎

Three companies of central forces will also be deployed equally in eight divisions of the Kolkata Police area for the purpose. "We have hired a drone from an agency approved by the Election Commission of India. This will be the first time that the SEC will use ...

More violence reported in Kolkata polls

The Hindu - ‎Apr 18, 2015‎

Amidst reports of electoral malpractices, sporadic violence and allegation of intimidation of candidates, about 52 per cent voters exercised their franchise in the Kolkata Municipal Corporation (KMC) Polls held on Saturday till 1 p.m. Voting will continue till 3 ...

Kolkata Municipal Corporation polls: BJP, CPI, Congress furious, Trinamool ...

Financial Express - ‎20 hours ago‎

Kolkata Municipal Corporation, Kolkata Municipal Corporation polls KMC polls, kmc election results, Bharatiya Former West Bengal CM and CPI(M) Politbureau member Buddhadeb Bhattacharjee with his wife Mira Bhattacharjee after casting their vote during ...

City of Joy Kolkata gears up for high-octane civic election

India Today - ‎Apr 16, 2015‎

However, it may not be a cakewalk, with the Opposition parties leaving no stone unturned to reach out to the electorate of Kolkata. Not surprisingly then the campaigning for the civic election has been a high-voltage affair here, with top leaders across the ...

Violence Mars Civic Elections in Kolkata

The New Indian Express - ‎10 hours ago‎

KOLKATA:The elections to the Kolkata Municipal Corporation (KMC) on Saturday witnessed unprecedented violence, with bombs hurled near the Raj Bhavan, a police officer getting shot and several Opposition workers, including candidates as well as ...

Kolkata municipal polls under way amid sporadic violence

The Hindu - ‎Apr 18, 2015‎

Minister Purnendu Bose said that "small incidents are expected in elections in Bengal." "However, we are all aware how Left Front used to conduct elections... But, no big incident has taken place," said Mr. Bose. Kathakali Nandi adds from central Kolkata.

Policeman Shot At in Post-Poll Violence in Kolkata; 'Small Incident', Says ...

NDTV - ‎19 hours ago‎

... Kolkata and at Baghajatin in southern part of the city. "Several complaints of booth jamming and false voting have been filed with the State Election Commission, more than an ideal election should have warranted," Commissioner Ranjan Upadhyay said.

High Stakes Kolkata Municipal Corporation Polls Today

NDTV - ‎Apr 17, 2015‎

There have been poll-related clashes in some pockets of the city in the run up to the elections. At the last minute, there was a request from the state government for Central forces which declined, reportedly because it came too late. Only three companies ...

Kolkata Municipal Polls End, Opposition Alleges Rigging by Trinamool Congress

NDTV - ‎Apr 18, 2015‎

Kolkata: Elections to the Kolkata Municipal Corporation - billed by many as the semi-final ahead of the assembly elections in West Bengal next year - ended today amid reports of sporadic violence, which the Opposition claimed were carried out by Trinamool ...

Campaign for Kolkata Municipal Corporation polls ends

The Hindu - ‎Apr 16, 2015‎

With allegation being traded by the ruling Trinamool Congress (TMC) and Opposition and amidst reports of political violence campaign to the elections of Kolkata Municipal Corporation (KMC) ended here on Thursday. While Chief Minister Mamata Banerjee ...

Mamata Banerjee set to give BJP the blues

Times of India - ‎Apr 17, 2015‎

KOLKATA: The Trinamool Congress may no longer be the favourite in drawing room 'addas' and coffee table sessions. Yet Mamata Banerjee's party is set for a big comeback in the Kolkata municipal corporation elections. The reason: the opposition has failed ...

TMC eyes 115 seats in municipal elections

The Asian Age - ‎Apr 15, 2015‎

Buoyed by four election rallies addressed by chief minister Mamata Banerjee in the past few days, Trinamul Congress is eyeing a tally of 115 seats in the Kolkata Municipal Corporation election which scheduled on Saturday. This was the internal assessment ...

Kolkata municipal elections: Chief Minister hits out at opposition canard

Business Standard - ‎Apr 16, 2015‎

The Trinamool Congress chief was addressing a massive road show in south Kolkata to drum up support for her party's candidates in the civic poll. Hinting at BJP national secretary Siddharth Nath Singh's jibe, 'bhag Mamata bhag, made sometime ago, she ...

Kolkata gears up for civic elections

Deccan Herald - ‎Apr 16, 2015‎

Both surveys also predicted that the Left, trailing behind in successive elections since 2008, is likely to score better than the BJP. While the Nielsen survey gives the Left around 22 seats, the other survey predicts a few less seats. The predictions for BJP, ...

Kolkata Civic Election Campaign Ends, Rupa Hogs Limelight

The New Indian Express - ‎Apr 16, 2015‎

KOLKATA:Even as the campaign for the elections to the Kolkata Municipal Corporation drew to a close on Thursday,it was actor-turned-politico, BJP's Rupali Ganguly, who hogged the limelight. Rupa endeared herself to the voters by leaving the comfort of her ...

TMC & CPI(M) workers clash during KMC elections

Daily Mail - ‎13 hours ago‎

Polling for 144 wards of the Kolkata Municipal Corporation was held amid tight security on Saturday. The election is being considered a virtual semi-final in the run up to the West Bengal Assembly polls, scheduled to be held early next year. According to the ...

Kolkata civic polls today, TMC clear favourite

The Asian Age - ‎Apr 17, 2015‎

CRPF personnel patrol an area on the eve of the municipal elections in Kolkata on Friday. — Abhijit Mukherjee. The city on Friday was geared up for the crucial Kolkata Municipal Corporation election on Saturday. Nearly 37.5 lakh voters will decide the fate of ...

Stray violence mars Kolkata municipal polls

Deccan Herald - ‎16 hours ago‎

While the KMC electoral rolls had names of more than 37 lakh voters, in several parts of the city they claimed they were unable to exercise their franchise owing to false voting. Most of these cases were reported from the southern fringes of the city.

Kolkata civic poll ends with scattered violence, cop shot at

indiablooms - ‎16 hours ago‎

Kolkata, Apr 18 (IBNS): Elections to the high stakes Kolkata Municipal Corporation ended on Saturday amid reports of sporadic violence, including bullet injury of a policeman, even as West Bengal Chief Minister Mamata Banerjee called the polling 'peaceful'.

TMC men clash with CPI-M activists during Kolkata municipal polls

Hindustan Times - ‎Apr 17, 2015‎

Workers of West Bengal's ruling Trinamool Congress clashed with Communist Party of India-Marxist activists duringelections to the Kolkata Municipal Corporation on Saturday. Polling began amid a torrent of allegations by the opposition of strong arm tactics ...

Campaign for Kolkata Municipal Polls Ends

NDTV - ‎Apr 16, 2015‎

The State Election Commission, which has attracted severe criticism from the opposition parties for sitting on complaints by the opposition, yesterday asked the South 24-Parganas district magistrate and Kolkata Police commissioner to inquire into the alleged ...

KMC polls: Mamata thanks administration, says 'police is man of the match'

Zee News - ‎15 hours ago‎

Kolkata: West Bengal Chief Minister and TMC supremo Mamata Banerjee on Saturday thanked the administration for peaceful conduct of the Kolkata Municipal Corporation (KMC) elections and expressed her gratitude to the people for turning out in large ...

CPI(M) condemns violence in Kolkata civic polls

Hindu Business Line - ‎Apr 18, 2015‎

The CPI(M) here on Saturday passed a resolution at its 21st congress condemning the violence in Kolkata civic polls in which several party workers were wounded. The party accused the ruling Trinamool Congress Party of rigging the elections and advancing ...

60 per cent voting amid violence in Kolkata civic polls

IBNLive - ‎21 hours ago‎

But the Mamata Banerjee led party asserted the elections were peaceful, free and fair. "At 3 p.m., the scheduled close of voting, 59.20 percent polling was registered. The percentage may slightly go up with some of them still in the queues," a West Bengal ...




No comments: