Would RSS allow other people to become Brahmins?Jagadish Roy questions waht would be the caste and subcaste of the converted.
Pl read.
Palash Biswas
তো যারা অন্য ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহন করছেন বা করতে বাধ্য হচ্ছেনতাদের জাতি পরিচয় কি হবে ? তাদের Sub caste ই বা কি হবে ? তাঁরা যদি ব্রাহ্মণ হতে চান তাহলে কি মঞ্জুর হবে ?
জগদীশ রায়,মুম্বাই
একটা কথা ঠিক মাথায় ঢুকছে না । তথা কথিত হিন্দু ধর্ম হচ্ছে জাত ব্যাবস্থায় গঠিত । তো যারা অন্য ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহন করছেন বা করতে বাধ্য হচ্ছেনতাদের জাতি পরিচয় কি হবে ? তাদের Sub caste ই বা কি হবে ? তাঁরা যদি ব্রাহ্মণ হতে চান তাহলে কি মঞ্জুর হবে ? আমার বিচারে সেটা কোন দিনও কিছুতেই সম্ভব নয় । তাহলে ? এ খেলার পরিনতি ?
আর একটা কথা । উদবাস্তুরা তো নিজেদের হিন্দু পরিচয় দেন । যদিও তাঁরা প্রথমে বুদ্ধিষ্ট । পরে মতুয়া । তার পরে ঠেলায় পড়ে হিন্দু । এই উদ্বাস্তু হিন্দুরা তথা কথিত স্বাধীনতার পর থেকে এখনো কিছু কিছু ভারতে আসছেন বা আসতে বাধ্য হচ্ছেন । তাঁরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিচ্ছেন । তবুও তাঁরা কেন ভোটার পরিচয় পত্র পাচ্ছেন না ? তাদের কেন ভারতীয় নাগরিক হিসাবে মেনে নেওয়া হচ্ছে না ? তাঁরা তো কোন টাকা চাইছেন না হিন্দু হওয়ার জন্য। আসলে এসব গোলাম বানিয়ে রাখার প্রকৃয়া । মানুষ এঁদের কোন দিন ই হতে দেবে না । আর এই গোলামরা ও গোলামিতে ই আনন্দ উপভোগ করে চলেছেন । তাঁদের দিয়েই তাঁদের শেষ করার কাজ চলছে সেটা এঁরা কখনও বুঝতে চাইছেন না ।
No comments:
Post a Comment