Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Friday, August 23, 2013

ভারত সফরের নারকীয় বর্ণনা মার্কিন ছাত্রীর

ভারত সফরের নারকীয় বর্ণনা মার্কিন ছাত্রীর

ভারত সফরের নারকীয় বর্ণনা মার্কিন ছাত্রীর
ওয়াশিংটন: ভারত সফরের ভয়াবহ অভিজ্ঞতার কথা উঠে এল এক মার্কিন ছাত্রীর লেখায়৷ গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়ার গণধর্ষণের কয়েক দিন আগেই ভারত ছেড়েছিলেন ওই তরুণী৷ সম্প্রতি সিএনএন-এর ওয়েবসাইটে তিনি লিখেছেন, সফরের ৪৮ ঘণ্টার মধ্যে দু'বার তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল৷ শ্লীলতাহানির শিকার হন বেশ কয়েকবার৷ তিন মাস ভারতে কাটানোর পর দেশে ফিরে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার-এ ভুগছেন তিনি৷ অসুস্থতার জন্য আপাতত শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছেন ওই তরুণী৷

ঠিক কী লিখেছেন সাউথ এশিয়ান স্টাডিজের ওই ছাত্রী? তাঁর বক্তব্য, ভারত পর্যটকদের কাছে স্বর্গ হতে পারে, মহিলাদের কাছে নরক ছাড়া আর কিছুই নয়৷ 'ইন্ডিয়া: দ্য স্টোরি ইউ নেভার ওয়ান্টেড টু হিয়ার' শীর্ষক ওই প্রতিবেদনে ছত্রে ছত্রে উঠে এসেছে নারকীয় সেই বর্ণনা৷ পুণেয় গণেশ চতুর্থীতে হওয়া অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছেন, 'গণেশ চতুর্থীর সেই রাতের কথা আপনাদের বলব, নাকি এড়িয়েই যাব বিষয়টা? কয়েকজন মার্কিন মহিলা নাচ শুরু করার পরই পুরো উত্‍সবটাই থেমে গেল৷ দেখলাম বেশ কয়েকজন ছেলে ঘিরে ফেলে যেন আমাদের প্রতিটা পদক্ষেপ হাঁ করে গিলছে৷' শাড়ি কিংবা চটি কিনতে যাওয়ার অভিজ্ঞতাও অত্যন্ত খারাপ৷ ওই তরুণীর কথায়, 'শাড়ির বাজারে দরদাম করার সময় দেখলাম কয়েকটি ছেলে ঠায় আমাদের দিকে তাকিয়ে রয়েছে৷ হঠাত্‍ই ওরা ধাক্কাধাক্কি শুরু করল৷ বুকে উঠে এল কয়েকটি হাত, পড়ল নখের আঁচড়ও৷ ভারত থেকে আমার কেনা চটিজোড়ার সবাই প্রশংসা করেন৷ তাঁদের বলি, যে দোকানদারের কাছে চটিটা কিনেছিলাম, সে অন্তত ৪৫ মিনিট ধরে আমায় অনুসরণ করেছিল৷ শেষমেশ চিত্‍কার করায় সে ভিড়ে মিশে গেল৷ ভেবেছিলাম আমার দুঃস্বপ্নটা বিমানে ওঠার পর কেটে যাবে৷ সেটা তো হলই না, উল্টে বাড়ল৷'

এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরই হইচই পড়েছে আমেরিকায়৷ বুধবার পর্যন্ত প্রতিবেদনটি পড়েছেন আট লক্ষ জন৷ শিকাগো বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, ওই তরুণী তাঁদের প্রতিষ্ঠানের ছাত্রী৷ তবে মানসিক অসুস্থতার কারণে ছুটি নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের ওই মুখপাত্র৷ -সংবাদসংস্থা 

No comments: