Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Tuesday, June 11, 2013

বেলাগাম উচ্চাকাঙ্ক্ষায় হাস্যাস্পদ আদবানি রাজেশ কালরা

বেলাগাম উচ্চাকাঙ্ক্ষায় হাস্যাস্পদ আদবানি


ল্যুটিয়েন্স দিল্লি ছেয়ে গিয়েছে লালকৃষ্ণ আদবানির ইস্তফাপত্রে৷ দেওয়ালে দেওয়ালে পোস্টারের আকারে ছয়লাপ৷ মূলত যে অংশে আদবানি লিখেছেন, 'সাম্প্রতিক কিছুকাল ধরে দল যে ধরনের কার্যক্রম নিচ্ছে, বা যে পথে চলছে, তার সঙ্গে একমত হওয়াটা আমার পক্ষে কঠিন বলে মনে হচ্ছে৷ ডক্টর মুখার্জি, দীন দয়ালজি, নানাজি এবং বাজপেয়ীজি এই আদর্শবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন৷ কিন্তু তার সঙ্গে আজকের দলটির কোনও মিল আমি অনুভব করি না৷ ওই নেতাদের আগ্রহের মূলে ছিল এই দেশ এবং জনসাধারণ৷ কিন্তু বর্তমানে আমাদের দলের বেশির ভাগ নেতারই উদ্দেশ্য, ব্যক্তিগত ফায়দা তোলা…', সেই অংশটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷ 

কেউ যদি ভেবে থাকেন, প্রতিক্রিয়া সম্পর্কে বিলকুল ওয়াকিবহাল না হয়ে আদবানি এ সব কথাবার্তা লিখেছেন এবং তা প্রকাশ্যে এনেছেন, তা হলে সেটা নিপাট নির্বুদ্ধিতা৷ রাজনৈতিক মহলে এর কী প্রতিক্রিয়া হতে পারে, তা বোঝার মতো চাতুর্য তাঁর পর্যাপ্ত রয়েছে৷ আর এতেই অনেকে যারপরনাই আশ্চর্য হয়েছেন৷ কেননা, বলতে বাধা নেই, আদবানি রেগেমেগে যে সব অভিযোগ এনেছেন, সেগুলির অধিকাংশই তাঁর ক্ষেত্রে অনেক বেশি করে প্রযোজ্য৷ 

যা পরিস্থিতি তাতে উনি হতে পারতেন একজন বর্ষীয়ান রাজনীতিক, সেই উচ্চতার এমন এক নেতা, দলের সর্বস্তরে এবং অন্যান্য রাজনৈতিক দলের কাছে যাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত৷ কিন্তু তেমনটা হল কোথায়? সম্প্রতি এমন কিছু কাজ করে বসলেন যাতে নিজেই নিজেকে হাস্যাস্পদ করে তুললেন৷ দলের কাছে, হয়তো নিজের কাছেও৷ নীতিতে অনড়, আপসহীন- এই ছিল তাঁর ভাবমূর্তি৷ অন্তত মৌখিক ভাবে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার আগে দেশের স্বার্থকে ঠাঁই দিতেন৷ মনে করতেন, দলের সেবাই সর্বশ্রেষ্ঠ কাজ৷ হায়! সবই ভুললেন তিনি৷ হয়তো এমনই হয় যখন উচ্চাকাঙ্ক্ষা লাগামছাড়া ঘোড়ার মতো দৌড়তে শুরু করে৷ কিন্ত্ত যা-ই হোক, ফল একই--পরিবারের অস্বস্তি আর পড়শির উপাদেয় 'খাদ্য'৷ যুক্তিকে অগ্রাহ্য করে, দেওয়াল লিখনকে উপেক্ষা করে, বাজনদাররা যা বোঝায়, তা-ই বোঝেন৷ ভ্রান্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা এই অবস্থায় স্বাভাবিক৷ 

যাঁরা বিজেপি'র রাজনীতিকে খুব কাছ থেকে দেখছেন, তাঁদের কাছে শীর্ষ নেতৃত্বের মনোভাব স্পষ্ট৷ তাঁরা সকলেই একবাক্যে নরেন্দ্র মোদীকে সামনে রেখে লোকসভা নির্বাচনে লড়ার পক্ষপাতী৷ একাহাতে মোদীই তাঁদের চাঙ্গা করতে পেরেছেন৷ ব্যতিক্রম কেবল আদবানিই৷ তিনি ও তাঁর অনুচরেরা এই বাস্তবটাই উপলব্ধি করতে চাননি বা পারেননি৷ মোদীর উত্থানে বিজেপি'র অনেকের গায়েই ফোস্কা পড়েছে৷ কিন্তু তাঁরা আদবানির মতো নন, বাস্তববাদী৷ দেওয়াল লিখন পড়তে পেরেছেন, তাই মুখ বুজে আছেন৷ আদবানি পারলেন না৷ 

একটা জায়গায় গিয়ে আদবানির প্রতি হয়তো সমবেদনা আসে৷ কারণ, রথযাত্রার ধ্বজা উড়িয়ে বিজেপি'কে সামনের সারিতে নিয়ে আসার কৃতিত্বটা যে তাঁরই ছিল৷ আমি নিশ্চিত, তিনি মাঠে নেমে চাষ করলেন আর ক্ষীর খেলেন বাজপেয়ী, এই যন্ত্রণাটা কোথাও না কোথাও তাঁকে আজও বিদ্ধ করে৷ যাঁরা ওয়াকিবহাল, তাঁরা ভালোই জানেন, মুখে মিষ্টি আচরণ করলেও, বাজপেয়ীর উত্থানে আদবানি কখনোই সন্তুষ্ট হননি৷ বিশেষ করে তাঁর গড়ে দেওয়া পথ বেয়ে বাজপেয়ী দিল্লির তখ্‌ত আলো করে বসলেন, অনিচ্ছা সত্ত্বেও এই তেতো বড়ি গলাদ্ধকরণ করতে হয়েছিল আদবানিকে৷ কিন্তু এটাই যে রাজনীতি! প্রণব মুখোপাধ্যায়ের কথাই ধরা যাক৷ অর্থমন্ত্রী হিসেবে একসময়ে মনমোহন সিংয়ের 'বস' ছিলেন৷ কিন্তু মনমোহন প্রধানমন্ত্রী হওয়ার পর সেই অধস্তনের কাছেই তাঁকে রিপোর্ট করতে হত৷ আবার প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার পর এখন অন্য 'সম্পর্ক'৷

rajesh%20kalra%20modi%20advani.jpg



একজন চূড়ান্ত সফল কূটনীতিক ও সর্বজনগ্রাহ্য রাজনীতিক হওয়ার যাবতীয় উপাদানই ছিল আদবানির মধ্যে৷ পরিচ্ছন্ন ভাবমূর্তি, সুবক্তা৷ বাবরি মসজিদ নামক কলঙ্কের দাগ গায়ে থাকলেও, লোকে তাঁকে সম্ভ্রম করত৷ কিন্তু এই একটি কীর্তি করে তিনি সে সব জলাঞ্জলি দিলেন৷ সংবাদমাধ্যমে নেতারা যে সব বিবৃতি দিচ্ছেন, তাতে মনে হতে পারে যে, আদবানির মানভঞ্জনে তাঁরা কতই না আন্তরিক৷ কিয়দংশে যা সঠিকও৷ কিন্তু বিজেপি'র অন্দরমহলে যাঁদের নিত্যি যাতায়াত, তাঁরা বোঝেন যে নেতানেত্রীদের অনেকেই হাঁফ ছাড়ছেন অন্তত এই ভেবে যে, যাক! শেষ পর্যন্ত বার্তাটা পাঠানো গিয়েছে৷ 

এই বার্তা তাঁর কাছে পৌঁছেছে কি না, বলা কঠিন৷ কিন্তু মোদীর উত্থানে দলের ক্যাডারদের মধ্যে যে উত্‍‌সাহের জোয়ার এসেছিল, আদবানির ইস্তফায় সে বেলুন এক ঝটকায় চুপসে গিয়েছে৷ সে বেলুন আপাতত বিরোধী, অর্থাত্‍‌ কংগ্রেস শিবিরে৷ মোদীকে সামাল দেওয়ার স্ট্র্যাটেজি নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে এখন কংগ্রেস শিবিরে 'সারপ্রাইজ পার্টি'৷ 

আর এ সব দেখে সোশ্যাল মিডিয়ায় ঝড় বইবে না, তা-ও হয়? কিছু টুইট তো রীতিমতো উচ্চগ্রামের কৌতুক৷ শশী থারুর টুইট করেছিলেন, RT @Shashi Tharoor…'ইন কংগ্রেস, আওয়ার লিডার্স ডেফার টু ইচ আদার অ্যান্ড নট ডিফার উইথ ইচ আদার'৷ তার জবাব এসেছে, @hguptapolicy: 'ডিড নট নো সনিয়া গান্ধী চেঞ্জড হার নেম টু 'ইচ আদার'…

রাজেশ কালরা টুইটারে ফলো করুন।

ব্লগের কোনও লেখার দায় এই সময়-এর নয়। প্রতিটি ব্লগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব।

http://blogs.eisamay.indiatimes.com/rajeshkalra/entry/modi-advani-face-off

No comments: