Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Sunday, June 16, 2013

হিংসার বলি ৩, ভোটের আগে হানাহানি বাড়ছে রাজ্যজুড়েই

হিংসার বলি ৩, ভোটের আগে হানাহানি বাড়ছে রাজ্যজুড়েই

হিংসার বলি ৩, ভোটের আগে হানাহানি বাড়ছে রাজ্যজুড়েই
গাজোলে সিপিএম কর্মীর মরদেহে শেষ শ্রদ্ধা
এই সময়: প্রাক নির্বাচনী সংঘর্ষে নিহতের সংখ্যা বাড়ছে৷ শুক্র এবং শনিবার কোচবিহার, নদিয়া এবং বীরভূমে বাম-তৃণমূল সংঘর্ষে নিহত হয়েছেন তিন জন৷ তার মধ্যে শাসক দলের দু'জন এবং একজন গ্রামবাসী৷ উভয় পক্ষের বেশ কয়েক জন জখমও হন৷ এই নিয়ে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়াল ৮৷ পাশাপাশি, জেলায় জেলায় রাজনৈতিক হাঙ্গামা অব্যাহত৷ শাসক দলের সঙ্গে যেমন বিরোধীদের সংঘর্ষ হচ্ছে, তেমনই জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরেও গোলমাল বাড়ছে৷
শুক্রবার নদিয়ার কৃষ্ণনগরে গভীর রাতে কীর্তনের আসর থেকে ডেকে নিয়ে গিয়ে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে নৃশংস ভাবে খুন করা হয়৷ নিহতের নাম মৃণ্ময় সিনহা (১৮)৷ তাঁর দাদা তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতা হওয়ায় এই নিয়ে রাজনীতি শুরু হয়ে যায়৷ শনিবার বিকেলে কৃষ্ণনগরে যান তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং টিএমসিপির রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা৷ ঘটনার প্রতিবাদে টিএমসিপি সোমবার রাজ্য জুড়ে কালো ব্যাজ পরে ধিক্কার জানাবে বলে শঙ্কু জানান৷ পার্থবাবুর অভিযোগ, পঞ্চায়েত ভোটকে সন্ত্রস্ত করার জন্যই সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা এ কাজ করেছে৷ ঘটনার জেরে শনিবার দীর্ঘক্ষণ কৃষ্ণনগর-মাজদিয়া সড়ক অবরোধ করে রাখে তৃণমূল৷ নিহতের দাদা তন্ময় টিএমসিপির মাজদিয়া কলেজ ইউনিটের সভাপতি৷ তিনি জানান, শুক্রবার রাত ১১টা নাগাদ তাঁর সঙ্গে সুখেন ভদ্র নামে সিপিএম আশ্রিত এক দুষ্কৃতীর বচসা হয়৷ বেশি রাতে সে-ই কীর্তনের আসর থেকে ভাইকে ডেকে নেয় মিটমাট করবে বলে৷ সুখেনের বাড়ির কাছে আসতেই তাকে গুলি করা হয় বলে তন্ময়ের অভিযোগ৷ সিপিএমের জেলা সম্পাদক সুমিত দে-র পাল্টা অভিযোগ, টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করা হয়৷

এ দিন সন্ধ্যায় কোচবিহারে দিনহাটার খট্টিমারিতে বাম কর্মীদের সঙ্গে এক দল তৃণমূল সমর্থকের তুমুল সংঘর্ষ হয়৷ তৃণমূলের অভিযোগ, রতন বর্মণ নামে তাদেরই এক কর্মীকে লাঠি, বল্লম নিয়ে আক্রমণ করা হয়৷ ঘটনাস্থলেই তিনি মারা যান৷ আরও তিন দলীয় কর্মী জখম হয়ে হাসপাতালে৷ ফব ও সিপিএম নেতৃত্বের অভিযোগ, গত কয়েক দিন ধরে শাসক দলের কর্মীরা বিরোধীদের হুমকি দিচ্ছিল৷ প্রতিবাদ করায় এ দিন বিকেলে হামলা চালান তৃণমূল কর্মীরা৷ বীরভূমের লোবা পঞ্চায়েতের মেটে গ্রামে সিপিএমের পঞ্চায়েত সমিতির প্রার্থী মনাই দাস এবং গ্রাম পঞ্চায়েত প্রার্থী প্রদীপ বাগদিকে শাসক দলের বাইক বাহিনী মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেয় বলে অভিযোগ৷ এদিনই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন৷ সিপিএমের অভিযোগ, সকালে তৃণমূলের বাইক বাহিনী এক দফা হুমকি দিয়ে যায়৷ কিন্ত্ত বিকেলে প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার পর তারা জানতে পারে, কেউ মনোনয়ন তোলেননি৷ এই রাগে ফের ওই বাইক বাহিনী বোমা ছুড়তে ছুড়তে গ্রামে ঢোকে৷ গ্রামবাসীদের লক্ষ করে গুলিও চালায়৷ প্রায় ৭০ টি বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং লুঠপাট করে৷ ওই বোমা-গুলির লড়াইয়ের মধ্যে পড়ে যান ভাস্কর মজুমদার নামে এক গ্রামবাসী৷ সন্ত্রস্ত কিছু মানুষ ভাস্করবাবুর পাকা বাড়িতে আশ্রয় নিতে যান৷ তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখেন, এলোপাথাড়ি বোমা-গুলি চলছে৷ হঠাত্‍ একটি গুলি এসে লাগে তাঁর গায়ে৷ ঘটনায় রাত পর্যন্ত পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা৷

সিপিএম রবিবার দুবরাজপুরে বারো ঘণ্টার বন্ধ ডেকেছে৷ শুক্রবার গভীর রাতে সিপিএমের হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য স্নেহাশিস রায়ের বাড়িতে চড়াও হয় তৃণমূলের বাইক বাহিনী৷ তারকেশ্বরের মোহনবাটীতে স্নেহাশিসবাবুর বাড়ির দরজা বন্ধ থাকায় তাঁকে অকথ্য গালি গালাজ করা হয়৷ প্রাণনাশের হুমকিও দেওয়া হয়৷ গ্রিল ভাঙার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়৷ শনিবার স্নেহাশিসবাবু জানান, কেশবচক এলাকায় সিপিএমের পঞ্চায়েত প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য অনেক দিন ধরেই ওরা চাপ দিচ্ছিল৷ তারই জেরে শুক্রবার ওই হামলা চলে৷ তৃণমূলের জেলা সভাপতি তপন দাশগুন্ত দাবি করে, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই৷ চণ্ডীতলা থানা এলাকার ভগবতীপুর বাজারে তৃণমূলের একটি পার্টি অফিসে ভাঙচুর এবং দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে৷ তৃণমূল নেতা সুবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, রাতের অন্ধকারে সিপিএম তাণ্ডব চালিয়েছে৷ চণ্ডীতলার প্রাক্তন সিপিএম বিধায়ক ভক্তরাম পান বলেন, 'আমাদের কর্মীরাই আক্রান্ত হচ্ছেন শাসক দলের হাতে৷ আমরা হামলা করব কী করে?' দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে শনিবার তৃণমূলের আরাবুল ইসলাম এবং নান্নু হোসেনের অনুগামীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়৷ প্রার্থী মনোনয়ন নিয়েই এই গোলমাল বলে দলীয় সূত্রে খবর৷ আবার শুক্রবার বেশি রাতে ভাঙড়েরই উত্তর মাধবপুর গ্রামে সিপিএম প্রার্থী সেরিনা বিবির সমর্থনে দেওয়াল লিখতে গিয়ে তৃণমূলের হামলার মুখে পড়েন কর্মীরা৷ বোমাবাজিতে সিপিএমের পাঁচ কর্মী জখম হন বলে অভিযোগ৷

মুর্শিদাবাদের সুতি থানার বালিয়াঘাটায় সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থী ওয়াসিম বারির বাড়ি থেকে পুলিশ ১০৫ টি তাজা বোমা পেয়েছে৷ এই কারণে তাঁকে পুলিশ গ্রেন্তার করে৷ শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে৷ কংগ্রেসের দাবি, সেখানে সিপিএম এবং তৃণমূল হামলা করছে৷ এর প্রতিবাদে আগামী ১৯ তারিখে কংগ্রেস বন্‌ধ ডেকেছে৷

এ দিকে আদিবাসী বিকাশ পরিষদের জন বারলা গোষ্ঠীর সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা পঞ্চায়েত ভোটে যৌথ প্রচার করবে বলে ঠিক হয়েছে৷ মোর্চার সম্পাদ রোশন গিরি শনিবার জানান, এ দিন তাঁরা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন৷ এর মধ্যে ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা এবং বিধায়ক উদয়ন গুহ এ দিন দিনহাটায় রাজ্য নির্বাচন কমিশনকে এক হাত নেন৷ তিনি বলেন, 'কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না৷ কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছে৷ তাকে চিল, কাক, শকুন কেউ ভয় পাচ্ছে না৷' বর্ধমানের জামুড়িয়াতেও তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হয়৷ দেওয়াল লেখাকে কেন্দ্র করে জামুরিয়া ২ নম্বর ব্লকে সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়৷ মালদহের গাজোলে সিপিএম সমর্থক কলিমুদ্দিন সরকার খুনের ঘটনায় আট তৃণমূল সমর্থক গ্রেপ্তার হয়৷ তবে সিপিএমের ডাকা ১২ ঘণ্টার গাজোল বন্‌ধ শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে৷

No comments: