Follow palashbiswaskl on Twitter

ArundhatiRay speaks

PalahBiswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Jyoti basu is dead

Dr.B.R.Ambedkar

Sunday, June 16, 2013

ইশরতকে লস্কর জঙ্গি বলে হেডলি, দাবি করল আইবি

ইশরতকে লস্কর জঙ্গি বলে হেডলি, দাবি করল আইবি

নয়াদিল্লি: ইশরত মামলায় এ বার জড়িয়ে গেল মুম্বই হানার অন্যতম অভিযুক্ত ডেভিড কোলম্যান হেডলির নাম৷ ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র দাবি, হেডলিকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গুজরাট পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ইশরত জাহান নাকি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য ছিলেন৷ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের এই তথ্য জানিয়েছে বলে দাবি আইবি-র৷ সম্প্রতি সিবিআই দাবি করেছিল, এই মামলায় অভিযুক্ত আইবি-র স্পেশাল ডিরেক্টর রাজেন্দ্র কুমারের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে৷ এই নিয়ে জোরদার হয়েছিল সিবিআই-আইবি তরজা৷ এর পরই একটি চিঠিতে সিবিআইকে হেডলি সংক্রান্ত তথ্যটি জানিয়ে কার্যত পিঠ বাঁচানোর চেষ্টা করল আইবি৷

আইবি-র পাঠানো চিঠির বয়ান অনুযায়ী, ২৬/১১-এর মুম্বই হানার মূলচক্রী জাকি-উর-রেহমান লকভির কাছ থেকেই ইশরত সংক্রান্ত তথ্য পান হেডলি৷ শীর্ষ জঙ্গিনেতা মুজাম্মিল ভাট লকভিকে জানিয়েছিলেন, গুজরাটের বেশ কয়েকটি ধর্মীয় স্থানে আক্রমণের পরিকল্পনা করেই ইশরত নামে এক মহিলা আত্মঘাতী জঙ্গিকে নিয়োগ করেছিলেন তিনি৷ লকভি সেই তথ্য ফাঁস করেছিলেন হেডলির কাছে৷ লকভি আপাতত আটক রয়েছেন পাকিস্তানের জেলে৷ অন্য দিকে ৩৫ বছর কারাদণ্ডপ্রান্ত হেডলি আপাতত মার্কিন জেলে বন্দি৷

প্রসঙ্গত, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকরা আমেরিকা গিয়ে হেডলিকে জেরা করেছিলেন৷ তাই আইবি-র দাবির সত্যতা বিচারে এনআইএ-র শরণাপন্ন হলেও কোনও সাহায্যই মেলেনি বলে অভিযোগ সিবিআই-এর৷ এনআইএ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে৷ এনআইএ-র এক আধিকারিকের মন্তব্য, 'সিবিআই-এর তরফে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি৷ আর যোগাযোগ করা হলেও আইনি জটিলতার কারণে হেডলির কোনও তথ্য আমরা সিবিআইকে দিতে পারব না৷'

তবে ইশরত নিয়ে হেডলির এমন দাবি এই প্রথম নয়৷ এনআইএ জানিয়েছিল, ইশরত সম্পর্কে হেডলির মন্তব্যটি উড়ো খবর না সত্যি, কোনও ক্ষেত্রেই প্রমাণ মেলেনি৷ নিজেদের আধিকারিকের জেরা এড়াতেই কি আইবি-র এই পত্রবোমা? সিবিআই-এর অবশ্য দাবি, আইবি-র চিঠির সঙ্গে তদন্তের কোনও সম্পর্ক নেই৷ সংঘর্ষটি ভুয়ো ছিল কিনা জানতে রাজেন্দ্রকে জেরা করা প্রয়োজন৷ - সংবাদসংস্থা

No comments: